বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের কাছে হারের শঙ্কায় ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট

আয়ারল্যান্ডের কাছে হারের শঙ্কায় ইংল্যান্ড

চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। আগে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে আইরিশরা। রান তাড়া করতে নেমে হারের শঙ্কায় ভুগছে ইংলিশরা।

১৯.২ ওভারে অল আউট হওয়ার আগে ১৫৭ উইকেটে রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১১ ওভারে চার উইকেটে ৬৮ রান।

ইংল্যান্ডের হয়ে রান তাড়া করতে নেমে খাতা খোলার আগেই ফেরেন জস বাটলার। জস লিটলের বলে ৭ রান করে ফেরেন অ্যালেক্স হেলস। বেন স্টোকসও ৬ রানের বেশি করতে পারেননি।

এরপর চতুর্থ উইকেট জুটিতে ৩৮ রান যোগ করেন ডেভিড মালান ও হ্যারি ব্রুক। তবে ডকরেলের বলে ১৮ রানে ব্রুক ফিরলে বেশ বড় চাপে পড়ে ইংল্যান্ড। উইকেটে এখন আছেন মালান ও মঈন আলী।

এর আগে আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আজ মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর টি-২০তে দ্বিতীয়বারের মত লড়াই করতে নামে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।

আইরিশদের ইনিংসের শুরুতে বৃষ্টি বাঁধায় দুইবার খেলা সাময়িক বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে পল স্টার্লিংকে ফেরান মার্ক উড। ১৪ রানে এই ওপেনার ফেরার পর বড় জুটি গড়েন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ও লরকান টাকার।

দুজনের জুটিতে ম্যাচের লাগাম যখন আইরিশদের হাতে, তখনই ইংল্যান্ডের ত্রাতা হয়ে আসেন আদিল রশিদ। তার নৈপুণ্যে রান আউট হওয়ার আগে ৩৪ রান করেন টাকার। এরপর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হ্যারি টেক্টর।

দারুণ সব শটে হাফ সেঞ্চুরি পূরণ করেন বালবির্নি। রানের গতি বাড়াতে গিয়ে লিভিংস্টোনের শিকার হন তিনি। অ্যালেক্স হেলসের তালুবন্দী হওয়ার আগে আইরিশ অধিনায়ক খেলেন ৬২ রানের ইনিংস।

শেষদিকে আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলের মাঝে সর্বোচ্চ ১৭ রান করেন কার্টিস ক্যাম্পফার। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন তিনটি করে উইকেট শিকার করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]