শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাদেশের ম্যাচে বেশি ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট

‘বাংলাদেশের ম্যাচে বেশি ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা’

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু তীরে এসে তরী ডুবে যায় লাল-সবুজদের। পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে টাইগাররা। সাকিবদের সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ার পেছনে আম্পায়ারদের বিতর্কিত কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্টও।

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের গ্রুপে ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে অস্ট্রেলিয়া মিশন শেষ করেছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির এই বিগ টুর্নামেন্টে ৫ ম্যাচে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় সাকিব আল হাসানের দল। তারপরও টাইগারদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেন, ‘টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি ছিল। সেমিফাইনালে যাওয়ার সুযোগও তৈরি হয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেটি আর হয়নি। তবে আমরা একেবারে খারাপ করিনি। কিন্তু বাংলাদেশের সঙ্গে আম্পায়ারের ‘ভুল সিদ্ধান্ত’ দেয়ার ঘটনা একটু বেশিই ঘটেছে।’

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘যেকোনো ম্যাচেই ভুল সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমাদের সঙ্গে একটু বেশিই ভুল সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের ম্যাচে সাকিবের আউটটা মেনে নেয়া যায় না। ভারতের বিপক্ষে ম্যাচেও কয়েকটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। সমস্যাগুলো নিয়ে আমরা আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে পারি। কিন্তু একবার সিদ্ধান্ত দিয়ে দিলে আর কিছু করার থাকে না। পরে অভিযোগ করলেও ম্যাচটা আর ফিরে আসে না।’

টাইগারদের বিষয়ে সুজন বলেন, ‘নতুন দল হওয়ায় চাপ সামলানোর অভিজ্ঞতা ছিল না ক্রিকেটারদের। ফলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ছেলেরা, তবে তারুণ্যনির্ভর নতুন এই দলটার মাঝে ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা রয়েছে।’

বিশ্বকাপে আসার আগে ফর্ম নিয়ে সমালোচনার মধ্যে ছিলেন ওপেনার নাজমুল হোসেন। কিন্তু সুপার টুয়েলভে তার দুটি ফিফটি (৭১ ও ৫৪) তুলে নেয়ার প্রশংসা করেন সুজন। তিনি বলেন, ‘শান্তকে নিয়ে এত কথা হওয়ার পরও সে পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে। তার ওপর যে চাপ ছিল, সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। কিন্তু সে তা করে দেখিয়েছে। আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেট দলে শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]