রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান সেই তরুণকে দলে টানল রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

ব্রাজিলিয়ান সেই তরুণকে দলে টানল রিয়াল মাদ্রিদ

পেলে, রোনালদো, রোনালদিনহো, নেইমারের মতো অসংখ্য তারকা ফুটবলারের কারণে পৃথিবীব্যাপী খ্যাতি পেয়েছে ‘ব্রাজিল’। কিন্তু এবার মাত্র ১৬ বছর বয়সী এক ফুটবলারকে নিয়ে নতুনভাবে আলোচনা জন্ম নিয়েছে। হৈচৈ পড়ে গেছে ইউরোপের নামিদামী ক্লাবগুলোর মধ্যে। এনড্রিক ফেলিপে নামক ব্রাজিলিয়ান ফুটবল বালকের কথা বলছিলাম।

চলতি বছরের জুলাই মাসে ব্রাজিলিয়ান ফুটবল লিগের ক্লাব পালমেইরাসের মূল দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন এনড্রিক। যোগদানের তিন মাসের মধ্যেই গড়েছেন অনন্য এক কীর্তিও। যেখানে গোল করে নিজ ক্লাব পালমেইরাসের ১০৬ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন এই তরুণ।

পালমেইরাসের ফুটবল ইতিহাস অনুযায়ী, ১৯১৬ সালে ১৬ বছর ১১ মাস ১৪ দিন বয়সে ক্লাবটির হয়ে গোল করেছিলেন হেইটর। দীর্ঘ ১০৬ বছর ধরে সেই রেকর্ডটি ভাঙতে পারেননি কেউ। সেই রেকর্ডটাই ভেঙেছেন এনড্রিক এসে।

এরপর থেকেই ইউরোপের নামিদামী ক্লাবগুলোর চোখ ব্রাজিলিয়ান এই বিস্ময় বালকের দিকে। মাত্র ১১ বছর বয়সে পালমেইরাসের বয়সভিত্তিক দলে খেলা শুরু করেন এনড্রিক। প্রায় ৫ বছরের যুব দলের ক্যারিয়ারে ১৬৯ ম্যাচে করেছেন ১৬৫ গোল। এ বছর সাও পাওলোর যুব ফুটবল কাপে অংশ নিয়ে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

এমন পারফরম্যান্সে ইউরোপীয় ক্লাবগুলোর নজরে আসেন এনড্রিক। রিয়াল মাদ্রিদ, পিএসজি, বার্সেলোনাসহ বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাব নজর রাখছিল তার দিকে। কিন্তু শেষমেশ লড়াইয়ে জিতে যায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই তরুণ এন্ডরিককে ৭২ মিলিয়ন ইউরোতে দলে টেনেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]