বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বসেরা বিবাহিত সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের পিয়া

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

বিশ্বসেরা বিবাহিত সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের পিয়া

বিবাহিত সুন্দরীদের নিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসেছে সুন্দরীদের মেলা। ‘মিসেস ওয়ার্ল্ড–২০২২’ প্রতিযোগিতায় পৃথিবীর ৬০টি দেশের ৬০ জন বিবাহিত সুন্দরী অংশ নিয়েছেন। সেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব নামের একজন অংশ নিয়েছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী অংশ নিলেন প্রতিযোগিতাটিতে। শনিবার (১০ ডিসেম্বর) এর আয়োজন শুরু হয়েছে। চূড়ান্ত পর্বের আগে প্রস্তুতি হিসেবে প্রতিযোগীদের মহড়া, সাক্ষাৎকার, ফটোসেশনসহ নানা কাজ চলছে। চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর।

‘মিসেস ওয়ার্ল্ড-২০২২’-এ অংশ নিতে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে লাস ভেগাসে পৌঁছেছেন পিয়া বিপাশা। সেখান থেকে পিয়া বলেন, ১০ ডিসেম্বর থেকে ভেন্যুর হোটেলে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন গ্রুপ নিয়ে বিভিন্ন ধরনের গ্রুমিং শুরু হয়েছে। গ্রুমিংয়ে অংশ নিচ্ছি। অনেক দেশের প্রতিযোগীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাদের সম্পর্কে, তাদের দেশ, সংস্কৃতিসহ নানা বিষয় জানতে পারছি। একটা বড় উৎসবের সময় যেন পার করছি। ভালোই লাগছে।

বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়া, মেক্সিকো, জাপান, ফিলিপাইন, ভারত, ইউক্রেন, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশের বিবাহিত সুন্দরী নারীরা।

গত বছর ‘মিসেস ওয়ার্ল্ড–২০২১’ নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেলিন ফোর্ড। প্রতিযোগিতায় নিজের ব্যাপারে আশাবাদী পিয়া। তার কথায়, চাইলেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যায় না। কিছু শর্ত পালন করতে হয়। বর্তমান পেশা, সামাজিক যোগাযোগমাধ্যমে আমার অনুসারী, বিনোদন জগতে কাজ, সামাজিক প্রভাব- সবকিছু মিলে প্রতিযোগিতার দিক থেকে আমার একটা ভালো অবস্থান আছে। এখানে যারা অংশ নিয়েছেন তাদের প্রোফাইল ঘেঁটে দেখেছি, সব দিক দিয়ে তাদের চাইতে আমার অবস্থান কম শক্ত নয়। তবে প্রতিযোগিতায় জুরিবোর্ড আছে, ভোটিং আছে- সব মিলে দেখি কী হয়। প্রত্যাশা ছাড়ছি না। কিছু একটা হয়েও যেতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]