বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রমিজকে আদালতের ভয় দেখালো পিসিবি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

রমিজকে আদালতের ভয় দেখালো পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষমতা পরিবর্তন নিয়ে বেশ ভালোই জলঘোলা হচ্ছে। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তিনি চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হওয়ার পর নতুন চেয়ারম্যান নাজাম শেঠির কঠোর সমালোচনা করেছেন।
রমিজের এমন আচরনে এবার পাল্টা জবাব দিয়েছে পিসিবি। তাদের পক্ষ থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ককে সাফ জানিয়ে দেওয়া হয়েছে মুখ বন্ধ রাখতে। নয়তো পাল্টা ব্যবস্থা হিসেবে আদালতে নেওয়ার হুমকি দিয়েছে শেঠির নেতৃত্বাধীন পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি উল্লেখ লেখে, ‘সাবেক চেয়ারম্যান রাজার বক্তব্যের লক্ষ্য ছিল বর্তমান চেয়ারম্যান শেঠির সুনাম নষ্ট ও ক্ষতিগ্রস্ত করা। পিসিবি তার চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করার জন্য আইনি প্রক্রিয়া চালানোর অধিকার রাখে।;

উল্লেখ্য, রমিজকে গত বৃহস্পতিবার আকস্মিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর তিন দিন পর এ বিষয়ে মুখ খোলেন তিনি। ইউটিউব ও টিভি চ্যানেলের সাক্ষাৎকারে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রমিজ।

তিনি বলেন, ‘তারা একপ্রকার আক্রমণই করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ারও সুযোগ দেয়নি। ১৭ জনের একটি দল অফিসে আসে। তাদের ভাব দেখে মনে হচ্ছিল, অফিস তল্লাশি করতে যেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’

নতুন দায়িত্ব পাওয়া নাজাম শেঠিকে ক্রিকেটের বাইরের লোক উল্লেখ করে রমিজ বলেছিলেন, ‘পাকিস্তান সরকার নাজাম শেঠিকে দায়িত্ব দিতে একজন টেস্ট ক্রিকেটারকে সরিয়ে দিয়েছে, যা খুবই অসম্মানজনক। আমার জীবনে এমন কিছু দেখিনি।’

ওইদিকে ব্যক্তিগত জিনিসপত্রের বিষয়ে পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘রাজার জিনিসপত্র আলাদা করে রাখা হয়েছে। এগুলো রাজার কাছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পৌঁছে দেওয়া হবে। পিসিবিতে ঢুকতে তার বাধা নেই। যেকোনো সময় আসতে পারবেন।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]