শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসায় মদের বোতল রাখায় জাবি কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

বাসায় মদের বোতল রাখায় জাবি কর্মচারী বরখাস্ত

বাসায় মদের বোতল পাওয়াসহ নানা অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বরখাস্তকৃত কর্মচারী মো. রমজান আলী বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ড্রাইভার (লাইট) ছিলেন।

এ ছাড়া রমজান আলীর বিরুদ্ধে জন্ম সনদ, স্মার্ট কার্ড, লাইসেন্স, একাডেমিক সনদ ও পরিচয়পত্রে মিল না থাকা এবং স্ত্রী মিসেস ফাহমিদা খাতুনকে শারীরিক ও মানসিক অত্যাচার এবং মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

 

গত রবিবার বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ফারজানা ইসলামের ব্যক্তিগত গাড়িচালক রমজান আলীর বাসা থেকে দুই ট্রাংক মদের বোতল জব্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে চালক রমজান আলী বলেন, ‘তল্লাশির সময় আমি বাসায় ছিলাম না। মদের বোতল কোথা থেকে এসেছে সেটাও আমি জানি না। এ বিষয়ে আমি রেজিস্ট্রারকে লিখিত দিয়েছিলাম।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]