শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদের মুলতবি অধিবেশন বসছে বিকেলে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

সংসদের মুলতবি অধিবেশন বসছে বিকেলে

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের মুলতবি বৈঠক আজ রোববার বিকেলে বসছে। এদিন বিকেল সোয়া ৪টায় অধিবেশনের শুরুতে সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-এ আলম চৌধুরী। এরপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন মন্ত্রিপরিষদ সদস্যসহ সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

সংসদের চলতি অধিবেশন গত বৃহস্পতিবার শুরু হয়। অধিবেশনের প্রথম দিন রেওয়াজ অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর অধিবেশন মুলতবি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। ঐ বৈঠকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা ছাড়াও প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা ও আইন প্রণয়ন কার্যক্রম রয়েছে।

এছাড়া অধিবেশনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল-২০২৩’ উত্থাপন করবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]