শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে যাত্রা শুরু করলো ‘প্রবাসীর ট্যাক্সি’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

চট্টগ্রামে যাত্রা শুরু করলো ‘প্রবাসীর ট্যাক্সি’

ঢাকার পর এবার চট্টগ্রামে সেবা চালু করলো ‘প্রবাসীর ট্যাক্সি’।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এই যাত্রার সূচনা করেন এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি।

প্রবাসীদের সম্পৃক্ততায় প্রতিষ্ঠিত ‘প্রবাসীর ট্যাক্সি’ গত দেড় বছর যাবত রাজধানী ঢাকায় ব্যাপক সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে। দেশের সর্বনিম্ন ভাড়ায় এবং মর্যাদাপূর্ণ গাড়ি সেবা নিয়ে এবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ‘প্রবাসীর ট্যাক্সি’ সেবা কার্যক্রম চালু হলো।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন চৌধুরী প্রবাস ফেরতদের কর্মসংস্থানের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

সবচেয়ে কম ভাড়ায় ভালো সেবা দেয়া এবং নিরাপদে প্রবাসীদের বাড়ি পৌঁছে দেয়ার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। দেড় বছর ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীর ট্যাক্সি সেবা দিচ্ছে। গাড়ীর চালক ও মালিক উভয়েই প্রবাসী হলে এই প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হতে পারবেন বলে জানান ‘প্রবাসীর ট্যাক্সি’ চেয়ারম্যান আল আমিন নয়ন।

প্রবাসীর ট্যাক্সির ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মিনহাজ উদ্দিন মিরান, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল গ্রুপ, সৈয়দ মোহাম্মাদ মিনহাজ, উপদেষ্টা প্রবাসীর ট্যাক্সি।নোমান উল্লাহ বাহার, সভাপতি, এসডিজি ইউথ প্ল্যাটফর্ম, সিআইপি আবু নসর রিয়াদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি শিবলী আল সাদিক।

+880 1321-199022 নম্বরে কল দিয়ে কিংবা অনলাইনে www.probashirtaxi.com-এ বুকিং দিয়ে পাওয়া যাবে এই সেবা।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]