শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের মৃত্যুতে ছুটি নেন ইঞ্জিনিয়ার, চাকরিতে ফেরার ৪ দিন পরেই ছাঁটাই করল গুগল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

মায়ের মৃত্যুতে ছুটি নেন ইঞ্জিনিয়ার, চাকরিতে ফেরার ৪ দিন পরেই ছাঁটাই করল গুগল

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার টমি ইয়র্ক মায়ের মৃত্যুর খবর পেয়ে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। চাকরিতে ফেরার চার দিন পরেই তাকে ছাঁটাই করল বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। তার এই দুর্দশার কথা সমাজমাধ্যম লিংকডিনে এসে নিজেই জানিয়েছেন টমি। তাকে কেন বরখাস্ত করা হলো, তার কোনো সঠিক উত্তর তিনি পাননি বলেও টমি জানিয়েছেন। তার অভিযোগ, কোনো কর্মী মানসিক ভাবে বিধ্বস্ত থাকলে, তাকে ছাঁটাই করে আরো বিধ্বস্ত করছে গুগল।

তার কথায়, ‘গত সপ্তাহে গুগল আমাকে ছাঁটাই করেছে। ২০২২-এর ডিসেম্বরে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আমার মায়ের। সেই জন্য আমি ছুটি নিয়েছিলাম। কাজে ফেরার চার দিনের মধ্যেই আমাকে বরখাস্ত করা হল।’

টমি জানিয়েছেন, মায়ের মৃত্যুতে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। উদ্বেগ এবং মানসিক যন্ত্রণায় দিন কাটছিল তাঁর। সেই চাপ কমাতেই তিনি ছুটি নিয়েছিলেন। কিন্তু ছাঁটাইয়ের খবরে তিনি আবার ভেঙে পড়েছেন বলে টম জানিয়েছেন।

টমি ২০২১ সালে গুগলে যোগ দিয়েছিলেন। সংস্থায় যোগ দেওয়ার পর পরই তার মা ক্যান্সার আক্রান্ত হন। এরপর কয়েক মাসের লড়াই শেষে ডিসেম্বরে মারা যান তার মা। সেই শোক কাটিয়ে ফেরার পরই ছাঁটাই করা হলো তাকে। যদিও টমির বক্তব্য, গুগল তাকে বরখাস্ত করায় তার কোনো অনুশোচনা নেই।

টমি যোগ করেছেন, ‘এরপর আরও ভালো সংস্থায় কাজ করার সুযোগ থাকবে। কিন্তু মা-বাবা মারা যাওয়ার পর আর ফিরে আসে না। আমি খুশি যে মায়ের মৃত্যুর পর কিছুদিন আমি তার কথা ভেবে কাটিয়েছি।’

সদ্য বাবা-মা হওয়া এক যুগলকেও এক সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার জন্য ‘অমানবিক’ তকমা পেয়েছে গুগল। কোনো নোটিশ ছাড়াই একই সময়ে ইমেইল পাঠিয়ে দুইজনকেই ছাঁটাই করা হয়। ঐ মহিলা ছয় বছর ধরে গুগলে কাজ করেছিলেন এবং তার স্বামীও দুই বছর হলো সংস্থায় যোগ দিয়েছিলেন। ঐ নারী গত বছরের শেষের দিকে এক সন্তানের জন্ম দিয়েছেন। ছাঁটাইয়ের আগে আগেই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি। ছুটি নেওয়ার পরিকল্পনা করেছিলেন স্বামীও। কিন্তু তার মধ্যেই দম্পতিকে একসঙ্গে ছাঁটাই করল গুগল

সম্প্রতি ‘ছাঁটাই অভিযানে’ নেমেছে গুগল, মাইক্রোসফট-সহ অনেকগুলো বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। ১০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করা কর্মীদেরও ছাড় দিচ্ছে না গুগল। গত ১৮ জানুয়ারি একসঙ্গে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। সম্প্রতি গুগলও প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের দাবি, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হচ্ছে অতিরিক্ত কর্মী নিয়োগ। তিনি জানিয়েছেন, বিগত দুই বছরে সংস্থার পক্ষ থেকে প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছে। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার বৃদ্ধি ত্বরান্বিত করবে বলেও তার দাবি। বরখাস্ত কর্মীদের চার মাসের বেতন-সহ বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও গুগল জানিয়েছে।

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]