শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইলেন মেয়র আতিক

রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে নগরবাসীর জন্য কালশী ফ্লাইওভার ও ৬-লেন সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে একটি গান গেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রথমেই কালশী ফ্লাইওভার ও ৬ লেন-সড়কের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

পরে মঞ্চে আসন গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা। এ সময় বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনাকে নিয়ে একটি গান গান মেয়র আতিক। গানের কথাগুলো ছিল: ‘১৬ কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা…, দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা…।’

গান শুনে মঞ্চে বসে হাসতে দেখা যায় শেখ হাসিনাকে। এরপর বালুর মাঠে কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর ৬ লেন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ককে ৬ লেনে উন্নীত করাটাকে মিরপুরবাসীর জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন বাসিন্দারা। অনুষ্ঠানে যোগ দিতে আসা উচ্ছ্বসিত সাধারণ মানুষের আশা, এর ফলে আরও সহজ হবে যাতায়াত ব্যবস্থা।

মিরপুর থেকে বিমানবন্দর, উত্তরা, বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে যোগাযোগের পথ আরও সুগম হবে। এতে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মিরপুর থেকে যাওয়া যাবে বিমানবন্দর।

কর্তৃপক্ষ বলছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ ফ্লাইওভার তৈরি করবে মিরপুরের নতুন গেটওয়ে। কেবল এ ফ্লাইওভারই নয়, এর সঙ্গে নিচের প্রায় ৪ কিলোমিটার সড়ক, নতুন ফুটওভারব্রিজ আর ফুটপাত সব মিলিয়ে এ অঞ্চলের যোগাযোগে খুলে গেছে এক নতুন দিগন্ত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]