শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৩

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩ | প্রিন্ট

নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৩

ঝালকাঠি শহরের শেখ রাসেল পৌর স্টেডিয়ামে রূপসী বাংলা মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে এক নারীসহ তিনজন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে ওই মেলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ১৩ বছরের ছেলে নাইম হাওলাদার, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী পুতুল বেগম এবং রাজাপুরের পুটিয়াখালি গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে ইদ্রিস আলী হাওলাদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নাগর দোলাটি ঘুরতে ঘুরতে দুটি দোলনায় হঠাৎ ধাক্কা খায়। এ সময় নাগরদোলাতে থাকা ছয় জন ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে পুতুল বেগম ও নাঈমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন ইদ্রিস আলী।

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৫ দিন ব্যাপী এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]