শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তজুমদ্দিনের বিএনপি নেতা কামাল মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

তজুমদ্দিন(ভোলা) সংবাদদাতা।।   |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট

তজুমদ্দিনের বিএনপি নেতা কামাল মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
 ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম কামাল মিয়ার নামাযে জানাজা শেষে  তাকে গপারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা নামায অনুষ্ঠিত হয়। তিনি সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী,
দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
মাহবুবুল আলম কামাল মিয়া তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোজাম্মেল হক মিয়ার কনিষ্ঠ পুত্র এবং চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মিন্টু মিয়ার ছোট ভাই।
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জানাযা নামাজের সময় টেলি কনফারেন্সের মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
জানাযার নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন বাটামারা পীর সাহেব মাওলানা মোহিববুল্লাহ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামিলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভোলা জেলা বিএনপির সহ সভাপতি মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, ভোলা আইনজীবি ফোরাম সভাপতি আমিরুল ইসলাম বাসেত, তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন সুমন, বাংলাদেশ প্রেসক্লাব তজুমদ্দিনের সভাপতি মোঃ রফিক সাদী, চাচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।
Facebook Comments Box
advertisement

Posted ২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]