সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মামলায় ফাঁসছেন প্রভা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

মামলায় ফাঁসছেন প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তাকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মামলার প্রস্তুতির বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

ঢাকা পোস্টকে তিনি বলেন, ডাকযোগে নোটিশ পাঠানোর এক সপ্তাহের মধ্যে সেটি প্রাপকের পাওয়ার কথা। আজ (সোমবার) ১২ দিন হতে চলল, তার (প্রভার) পক্ষ থেকে প্রাপ্তিস্বীকার আসেনি। নোটিশের জবাবও পাইনি। তাই আমি যে ঘোষণা দিয়েছিলাম নোটিশের জবাব না পেলে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা করা হবে। আমি সে প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে মামলার কাজ শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এখানে অনেক কিছু হিসেব-নিকেশ করে চলতে হয়। একজন মানুষের এতটা বেপরোয়া হওয়া উচিত না। বিষয়টি এস্পার-ওস্পার না হওয়া পর্যন্ত আমি মামলাটি চালিয়ে যাব।

আইনজীবীর ভাষ্য, স্ক্যান্ডাল নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি নোটিশে স্পষ্টভাবে বলেছি, যারা পাবলিক ফিগার নানান সময় তাদের অনেক কিছু ভাইরাল হয়। অনেকের নামে মিথ্যাভাবেও ছড়ায়, এমন উদাহরণও আছে। তার (প্রভা) স্বীকারোক্তি দেওয়ার আগ পর্যন্ত বিষয়টিকে আমি তেমনই ধরে নিয়েছিলাম। কিন্তু তিনি স্বীকারোক্তি দিয়ে যখন সেই ঘটনার (স্ক্যান্ডাল) দায়ভার অন্যের ওপর চাপানোর চেষ্টা করল, তখন আমি বিষয়টিকে সত্যি হিসেবে ধরে নিয়েছি। তিনি সেই পুরনো ঘটনাটিকে বিভিন্ন রঙ মাখিয়ে আর্টিফিশিয়ালি উপস্থাপন করে মানুষকে আবার উস্কানি দিয়েছেন। তার তো প্রয়োজন নেই এত বছর আগের ঘটনা নিয়ে এখন বিবৃতি দেওয়া।

তিনি যোগ করেন, যেটা হয়েছে, সেটা আমরা ভুলে গিয়েছি। সত্য হোক, মিথ্যা হোক- জনগণ সেটা ভুলে গেছে। তার (প্রভা) কি এমন দায় পড়লো যে, এখন আবার বিষয়টি নিয়ে উস্কানি দিলেন? এরপর আবার তিনি স্বীকারোক্তি দিচ্ছেন, আমার কোনো ভুল ছিলো না। আমি একজনকে বিশ্বাস করেছিলাম। সে অসৎ উদ্দেশে সেটি প্রকাশ করেছে। কিন্তু একটি মুসলিম প্রধান দেশে তিনি যে কাজ করেছেন (বিয়ের আগে শারীরিক সম্পর্ক), সেটি নিয়ে তার বক্তব্য থাকলো না কেন- আমার কথাটা মূলত এই জায়গায়। এখন পর্যন্ত তিনি বিষয়টি নিয়ে দ্বিধাহীনভাবে বলছেন, সোসাইটিকে তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার ইস্যুতে তিনি মূলত ধর্মীয় একটি রুলসকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছেন। বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে তিনি পরোক্ষভাবে জায়েজ প্রমাণ করার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী কুমিল্লা শহরের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন। গত ২৩ মার্চ ডাক বিভাগের রেজিস্ট্রি ৫১৪ নম্বর রশিদের মাধ্যমে এডিসহ (প্রাপ্তিস্বীকার) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশটি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, প্রযত্নে আহসান হাবীব নাসিম, অভিনয়শিল্পী সংঘ কার্যালয় ১০/এ, ব্লক-এ, রোড নম্বর ২, নিকেতন, গুলশান-১, ঢাকা- এই ঠিকানায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]