সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াদকে নিয়ে অবস্থান পরিবর্তন হয়নি হাথুরুর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে ক্রিকেট দলগুলো নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত। এ তালিকায় বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। মূলত এরপর থেকেই দলকে তারুণ্যনির্ভর করে তুলতে চাইছেন তিনি। অবশ্য তার পরিকল্পনায় নাকি বাদ পড়েছেন টাইগারদের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে কম আলোচনা হয়নি।

সবশেষ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন রিয়াদ। এরপর আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়েন তিনি। এমনকি আসন্ন আসন্ন আইরিশ সিরিজেও দলে জায়গা হয়নি তার। একের পর এক সিরিজে বাদ দেওয়ায় প্রশ্ন উঠছে তাহলে কি ভারত বিশ্বকাপ দলে থাকবেন রিয়াদ?

রিয়াদের বিষয়টি নিয়ে মুখ খুললেও আগের অবস্থানেই রয়েছেন টাইগারদের হেড কোচ হাথুরু।

শনিবার সিলেটে টাইগারদের শেষ দিনের অনুশীলন ক্যাম্প শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আগেও যেটা বলেছি, এখনো পরিস্থিতি তেমনই আছে। তারা সবাই লিস্টে আছে। সবাই বিশ্বকাপের আগে এসে খেলার সুযোগ পাবে। আমরা এখনো ওই মানসিকতা বদলাইনি।’

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগমুহূর্তেও রিয়াদের বিষয়ে একই মন্তব্য করেছিলেন হাথুরুসিংহে।

সে সময় তিনি বলেছিলেন, ‘মাহমুদউল্লাহ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিক। স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখার জন্য। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদউল্লাহ শেষ, এখনো যথেষ্ট ম্যাচ বাকি আছে।’

এদিকে বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে কোনো ম্যাচের সূচি এখনো প্রকাশ করা হয়নি, এতে পরিকল্পনায় কোনো সমস্যা হচ্ছে কি না? জবাবে হাথুরু জানান, ‘এটা শুধু আমাদের না। বিশ্বকাপের সঙ্গে জড়িত সবাইকে এফেক্ট করছে। আমার মনে হয় ভারত দ্রুতই ঘোষণা করবে। যদি দ্রুত ঘোষণা দেয়, এটা আমাদের পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]