সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে নাপোলি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

সবশেষ ১৯৯০ সালে সিরি আ’তে শিরোপা জিতেছিল ইতালিয়ান ক্লাব নাপোলি। সেটিও আবার আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে। এরপর দীর্ঘ ৩৩ বছরেও শিরোপা জয়ের স্বাদ পায়নি ক্লাবটি।

অবশেষে সেই আক্ষেপের অবসান হতে চলেছে নাপোলির। রোববার রাতে সালেরনিতানার বিপক্ষে মাঠে নামবে দলটি। এ ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে নেপলসদের।

ঘরের মাঠ স্তাদিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে সালেরনিতানার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় ৩টায়।

এর আগে নাপোলির ‘সম্ভাব্য শিরোপা নির্ধারণী’ ম্যাচটি শনিবার (২৯ এপ্রিল) হওয়ার কথা ছিল। কিন্তু সেটি একদিন পিছিয়ে নির্ধারণ করা হয়েছে রোববার (৩০ এপ্রিল)। এ তথ্য নিশ্চিত করেছে ইতালির সিরি আ’ লিগ কর্তৃপক্ষ।

মূলত দক্ষিণ ইতালীয় শহরটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেপলস কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করায় জনস্বার্থে কর্মকর্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিজেদের মাঠে সালেরনিতানার বিপক্ষে জয় পেলেই ১৯৯০ সালের পর প্রথম লীগ শিরোপার স্বাদ পাবে নাপোলি।

অবশ্য এর আগে অনুষ্ঠিতব্য লিগের আরেক ম্যাচে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ল্যাৎসিও যদি ইন্টার মিলানের সঙ্গে ড্র করে অথবা হেরে যায় তাহলেও শিরোপা নিশ্চিত হয়ে যাবে নাপোলির।

নাপোলির ম্যাচটি পিছিয়ে দেয়ার ঘোষণা দিয়ে সিরি আ লিগের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উদিনেসের বিপক্ষে নাপোলির মঙ্গলবারের ম্যাচটিও পিছিয়ে দেয়া হয়েছে। ম্যাচটি ২ মে’র পরিবর্তে অনুষ্ঠিত হবে ৪ মে (বৃহস্পতিবার)।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]