বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাসিক নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ, আটক ২

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট

গাসিক নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ, আটক ২

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে (গাসিক) গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ১০১ ও ১০৩ নম্বর কেন্দ্র থেকে চিহ্নিত করে তাদের আটকের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ইসির পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন মনিটরিং করা হবে বলে জানা গেছে।

এর আগে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, এজেন্টকে ঢুকতে না দিলে ব্যবস্থা নেয়া হবে।

এদিন সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

৪৮০টি কেন্দ্রে মোট ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে আর কেন্দ্রপ্রতি দুটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, গাইবান্ধা-৫ উপনির্বাচন এবং ঝিনাইদহ পৌরসভা নির্বাচনও সিসিটিভির মাধ্যমে মনিটর করা হয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]