বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধোনিকে একসঙ্গে ছাড়িয়ে গেলেন রোহিত-কোহলি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | প্রিন্ট

ধোনিকে একসঙ্গে ছাড়িয়ে গেলেন রোহিত-কোহলি

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আইসিসির প্রতিযোগিতায় ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ডে মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন তারা।

এ রেকর্ডে শীর্ষে রয়েছেন যুবরাজ সিং। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি এবং রোহিত। তারা ছ’টি করে ফাইনাল খেলেছেন। পাঁচটি ফাইনাল খেলার রেকর্ড ধোনির।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত এবং কোহলি দ্বিতীয়বার খেলছেন। এর আগে ওয়ানডে বিশ্বকাপ (২০১১), চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩), টি-২০ বিশ্বকাপ (২০১৪), চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৭) এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২১) ফাইনাল খেলেছেন কোহলি। রোহিত ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে খেলেননি। তিনি ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন।

ধোনি ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে প্রথম ফাইনাল খেলেছিলেন। এর পর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন।

এর মধ্যে অধিনায়ক হিসাবে তিনটি ট্রফি জিতেছিলেন ধোনি। কোহলি বা রোহিত ফাইনালে জিতলেও অধিনায়ক হিসেবে জেতেননি। তাদের নেতৃত্বে ভারত এখন পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জেতেনি।

তবে ভারতীয়দের মধ্যে আইসিসি প্রতিযোগিতার সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন যুবরাজ। তিনি প্রথম ফাইনাল খেলেন ২০০০ সালে। সেবার আইসিসি নকআউট প্রতিযোগিতার ফাইনাল খেলেছিল ভারত।

এরপর ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিলেন যুবরাজ। এছাড়াও ওয়ানডে বিশ্বকাপ (২০০৩ এবং ২০১১), টি-২০ বিশ্বকাপ (২০০৭ এবং ২০১৪) এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (২০১৭) ফাইনাল খেলেছিলেন।

রোহিতের নেতৃত্ব প্রথম বার আইসিসির কোনো প্রতিযোগিতার ফাইনাল খেলছে ভারত। এর আগে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় অধিনায়ক ছিলেন কোহলি। সেবার হেরে যায় ভারত।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]