বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ জুন ২০২৩ | প্রিন্ট

হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

শনিবার ভোরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের কৃষক মো. মাহফুজুর রহমান ও হাসনা হেনা দম্পতির প্রথম সন্তান।

দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান।

ওই নবজাতকের চাচা মো. মিজানুর রহমান বলেন, জেলা পুলিশের আন্তরিকতার আমাদের সন্তানকে আমরা ফিরে পেয়েছি। পুলিশ তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করেছে। সেজন্য অসংখ্যক ধন্যবাদ জেলা পুলিশকে।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গৃহবধূ হাসনা হেনার প্রসব ব্যাথা শুরু হলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারি মাধ্যমে একটি কন্যা শিশুর জন্ম দেন তিনি। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুটিকে দেখভাল করেন। পরে শুক্রবার সকালে শিশুটির দাদি ও তার মাকে হাসপাতালে রেখে স্বজনরা বাড়িতে যান। বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির দাদি ও মা হাসপাতালের বেডে শুয়ে ছিলেন।

ওই সময় হঠাৎ অজ্ঞাত পরিচয়ে এক নার্স শিশুটিকে ডাক্তার দেখানোর কথা বলে দাদির কোল থেকে নিয়ে যায়। এ সময় শিশুটির মাকে বিছানা থেকে তুলে বসাতে বলে। মুহূর্তে শিশুটিকে নিয়ে পালিয়ে যান অজ্ঞাত ওই নারী। পরে শিশুটির দাদির চিৎকারে হাসপাতাল কর্তৃপক্ষ আসেন। সবাই খোঁজাখুঁজি করে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানান। পরে শিশুটি উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]