বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজস্ব টিভি চ্যানেল নিয়ে আসছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট

নিজস্ব টিভি চ্যানেল নিয়ে আসছে বিসিবি

দেশের ক্রিকেটভক্তদের এমন চাওয়া ছিল দীর্ঘদিন ধরেই। যা অবশেষে সত্যি হওয়ার পথে। এবার নিজস্ব টিভি চ্যানেল নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেলিভিশনটি সম্প্রচারে আসলে টাইগারদের ক্রিকেট খেলা দেখা নিয়ে সমর্থকদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না।

বেশ কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি সম্প্রচারে আগ্রহী দেখায়নি কোনো টিভি চ্যানেল। এর আগেও বেশ কয়েকটি সিরিজে সম্প্রচার প্রতিষ্ঠান পেতে বিসিবিকে বেগ পেতে হয়েছে। সবমিলিয়ে এসব অভিজ্ঞতা থেকেই নিজস্ব টেলিভিশন আনতে যাচ্ছে বিসিবি।

সোমবার (১২ জুন) বিসিবির অষ্টম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, নিজেদের নামেই টিভি চ্যানেলের জন্য আবেদন করবে বিসিবি।

এ বিষয়ে তিনি বলেন, আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করবো। আজকে সভায় সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়ে যাব। টিভির অনুমোদন পেয়ে গেলে খেলা দেখানোর জন্য কারো অপেক্ষা করতে হবে না।

পাপন বলেন, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব। যে সমস্ত চ্যানেল খেলাগুলো দেখায় তারা শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ওদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর খেলা দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোতে কোনো আগ্রহ নেই। আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না।

Facebook Comments Box
advertisement

Posted ২:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]