বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উৎপাদনে ফিরছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জুন ২০২৩ | প্রিন্ট

২০ দিন বন্ধ থাকার পর রাত থেকেই উৎপাদনে ফিরছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। শনিবার (২৪ জুন) দিনগত রাত ১২টা থেকে দেড়টার মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি চালু করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়া থেকে পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের জেটিতে পৌঁছায় এমভি অ্যাথেনা নামে একটি জাহাজ। বর্তমানে কয়লা খালাসের কাজ চলছে।

দেশের সর্ববৃহৎ এ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। এরপর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানান, শনিবারের শিডিউলে কেন্দ্রটির উৎপাদন শুরুর সময় নির্ধারিত রয়েছে। রাত ১২টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রটি চালু হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। এটি আগামী দুই বছর টানা চলতে পারবে। এর মধ্যে আরো কয়লা সংরক্ষণ করে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, কয়লাবাহী দ্বিতীয় জাহাজটি আসবে আগামী ৩০ জুন। পরবর্তীতে পর্যায়ক্রমে ১৫-১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]