শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | প্রিন্ট

চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড

চট্টগ্রামে হঠাৎ করেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। মশাবাহিত এ রোগের দাপট বাড়ায় আতঙ্ক ছড়াচ্ছে নগরজুড়ে। প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। ২৪ ঘণ্টায় ৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত শুধু চট্টগ্রাম মেডিকেলের ১৩,১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি ৫০ জনের বেশি। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক আর আক্রান্ত ৩৩ জন। প্রচণ্ড জ্বর, গা ব্যথা ও বমির লক্ষণ বেশি দেখা যাচ্ছে এবার ভর্তি রোগীর মধ্যে।

সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, চট্টগ্রামে চলতি বছর ১১ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত ৬১৩ জন। শুধু গত চার দিনে ১৬০ জন আক্রান্ত হয়েছেন। গত মাসে শনাক্ত ৩১৮, আর গত ২৪ ঘণ্টায় ৪৮ জন। ভর্তি রোগীদের অবস্থা খুবই জটিল।

চমেকের মেডিসিন বিভাগের সহকারি রেজিস্টার ডা. ওমর ফারক জানান, এবারের রোগীদের অবস্থা খুবই জটিল। খারাপ অবস্থা নিয়ে ভর্তি হচ্ছেন। এবার অন্য বছরের তুলনায় শনাক্ত ও মৃত্যুর হারও কয়েকগুন বেশি। তাই দিনের বেলায় মশারি টাঙানোর পাশাপাশি প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি

সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর আরও ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট ৬২ জনের মৃত্যু হলো।

বুধবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৫৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৮২ জন ঢাকার এবং বাকি ২০২ জন ঢাকার বাইরের। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৯১১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৮৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৮৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৭৪৬৬ জন। আর ঢাকার বাইরে ২৯৮৯ জন।

এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৮৪৮২ জন। এরমধ্যে ঢাকায় ৬১৩২ জন এবং ঢাকার বাইরে ২৩৫০ জন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]