রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাশেজ জিতেই টেস্টকে বিদায় জানাতে চান মঈন আলি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

অ্যাশেজ জিতেই টেস্টকে বিদায় জানাতে চান মঈন আলি

টেস্টকে দুই বছর আগে বিদায় জানানো মঈন আলি হুট করেই চলতি অ্যাশেজের আগে আবারও অবসর ভাঙেন। তবে অবসর ভেঙে টেস্ট দলে ফেরার তার কিছু কারণও আছে। টেস্টে ফিরে চলতি অ্যাশেজ জিতেই আবারও টেস্টকে বিদায় জানাতে চান ইংলিশ এই অলরাউন্ডার।

কয়েক মাস আগে আইপিএল খেলার পর মঈন আলির কথা ছিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেড খেলার। তবে ইংল্যান্ডের কোচ ও অধিনায়কের চাওয়ায় অবসর ভেঙে আবারও টেস্টে ক্রিকেটে ফিরেছেন তিনি। মঈন আলিকে ফেরানোর পেছনে মূল কারণ হচ্ছে, ওলি পোপ ও জ্যাক লিচের ইনজুরি। দলে একজন মানসম্মত স্পিনারের জন্যই মঈনকে ফেরানো হয়েছে।

মঈন আলিও জানেন তাকে ফেরানোর পেছনে কিছু কারণ আছে। তিনি বলেন, ‘সবকিছুর পেছনে কারণ থাকে। আমি এটা সবসময় বিশ্বাস করি। তাই যখন আমাকে ডাকা হলো, তখন আমি এটাকে সুযোগ হিসেবেই নিয়েছি। আমি ভাগ্যে বিশ্বাস করি।’

তবে টেস্ট ক্রিকেটে ফিরলেও বেশিদিন এই ফরম্যাটে হয়তো দেখা যাবে না মঈনকে। হয়তো চলতি অ্যাশেজের পরই আবারও টেস্ট থেকে অবসর নেবেন তিনি। মঈন আলি বলেন, ‘এটা খুব আনন্দের হবে, যদি অ্যাশেজ জেতার পর আমি টেস্ট থেকে অবসর নিই।’

তিন নম্বরে ব্যাটিং করা মঈনের জন্য একটা বড় সিদ্ধান্ত ছিল। কারণ, ব্রুক পাঁচে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর বেয়ারস্টোকে আরেকটু নিচে নামিয়ে কার্যকর ফল পাওয়া যাচ্ছে। এই জন্যই কোচের চাওয়াতেই তিনে ব্যাটিং করতে হচ্ছে মঈন আলিকে। ইংলিশ এই অলরাউন্ডার বলেন, ‘আমি কিছু সাধারণ বিষয় নিয়ে কাজ করছি। চেষ্টা করছি তিন নম্বরের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে। সোজা ব্যাটে বল যত বল যত দেরি করে খেলা যায় ততই ভালো।’

প্রথম শ্রেণির ক্রিকেট মঈন আলি ৭৫ বার তিন নম্বরে ব্যাটিং করেছেন। যেখানে ৫৩.৬১ গড়ে সাতটি সেঞ্চুরি এবং দুটি ডাবল সেঞ্চুরিও আছে তার নামে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]