শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি লিগ নিয়ে রোনালদোর বক্তব্য হাস্যকর: লাহুদ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট

সৌদি লিগ নিয়ে রোনালদোর বক্তব্য হাস্যকর: লাহুদ

সিয়েরা লিওনে জন্ম নেয়া মাইকেল লাহুদ খেলেছেন আমেরিকান টুর্নামেন্ট মেজর সকার লিগে (এমএলএস)। লিওনেল মেসির দল ইন্টার মিয়ামিতেও খেলেছেন তিনি। সম্প্রতি এমএলএসকে নিয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মন্তব্য ভালোভাবে নিতে পারেননি লাহুদ।

মঙ্গলবার (১৮ জুলাই) ফুটবল বিষয়ক জনপ্রিয় মাধ্যম গোল ডট কমে মাইকেল লাহুদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে মার্কিন গণমাধ্যম সিবিএস স্পোর্টসের বরাত দিয়ে রোনালদোকে নিয়ে লাহুদের সমালোচনা তুলে ধরা হয়েছে।

মাইকেল লাহুদ বলেছেন, ‘সৌদি প্রো লিগ নিয়ে রোনালদোর বক্তব্য হাস্যকর। তিনি অতিরিক্ত মাত্রায় হুক্কা খেয়ে এমন মন্তব্য করেছেন। এক বছরের মধ্যে সৌদি প্রো লিগ ভালো করছে (নেদারল্যান্ডসের ইরেডিভিসি ও তুর্কির সুপার লিগের তুলনায়), এটি একটি হাস্যকর কথা ছাড়া আর কিছু হতে পারে না।’

মিয়ামির সাবেক খেলোয়াড় লাহুদ আরও বলেছেন, ‘লিওনেল মেসি যখন বলছেন, ২০২৬ বিশ্বকাপে বিশ্বের খেলাকে উত্তর আমেরিকার দোরগোড়ায় নিয়ে আসবেন, ঠিক তখনই রোনালদো এমন মন্তব্য করলেন। এটি সবাই বুঝতে পারছেন মেসিকে নিয়েই তার ক্ষোভ।’

এর আগে গত ১৭ জুলাই পর্তুগিজ এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে সিআরসেভেন বলেছিলেন, ‘সৌদি লিগ যুক্তরাষ্ট্রের এমএলএস-এর চেয়ে ভালো। আমি সৌদি লিগের পথ খুলে দিয়েছি, যার কারণে এখন সব খেলোয়াড় এখানে আসছে।’

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]