শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারিং নিয়ে যা বললেন বাশার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ জুলাই ২০২৩ | প্রিন্ট

ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারিং নিয়ে যা বললেন বাশার

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে শুক্রবার (২১ জুলাই) ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। লো স্কোরিং ম্যাচে নাটকীয়ভাবে বাংলাদেশকে ৫১ রানে হারিয়েছে ভারত। তবে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চেয়েও বেশি আলোচিত বিষয় আম্পায়ারিং। ম্যাচ শেষে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনও কথা বলেছেন এই বিষয়ে।

বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিতর্ক অনেক আগে থেকেই। শুক্রবারের সেমিফাইনালে সেটা মাথাচাড়া দিয়ে উঠল আরেকবার। ভারতের ইনিংসের ১৪তম ওভারে রাকিবুল হাসানের বলে নিকিন জোসের একটি স্ট্যাম্পিং নিয়ে বিতর্ক শুরু হয়। সেটা আরও জোরদার হয় বাংলাদেশের ব্যাটার সৌম্য সরকার এবং জাকির হোসেনের বিতর্কিত আউটে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এসময় আম্পায়ারিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সবাই দেখেছে। বলার মতো তেমন কিছু নেই। খেলাটা সবাই দেখেছেন। সবাই জানেন আজ কী হয়েছে। আমি আসলে এ নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আমি যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে আসলে মন্তব্য করা যায় না।’

তিনি আরও বলেন, ‘আমরা ওদের সুযোগ দিয়েছি ম্যাচে ফিরে আসার। একই সঙ্গে কিছু কিছু সিদ্ধান্ত যদি দেখেন, সেগুলো যদি আমাদের পক্ষে যেত, তাহলে ম্যাচের চেহারাটা অন্য রকম হতো। সৌম্য ও জাকির যদি আউট না হতো, তাহলে ম্যাচটা এই পর্যন্ত আসত না। কিন্তু আমাদের শেষ করে আসা উচিত ছিল।’

সেমিফাইনাল ম্যাচে ভারতের মতো শক্তিশালী দলকে মাত্র ২১১ রানে আটকে রাখার পর জয় না পাওয়ায় হতাশ বাশার। তার মতে, খেলোয়াড়রা শুধু শুধু চাপ নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের ২১১-তে অলআউট করেছি, এরপর ওপেনিংয়ে আমাদের ভালো শুরু হয়েছে। কখনোই চাপ ছিল না। সেখান থেকে আসলে অলআউট হয়ে যাওয়াটা ভালো কিছু নয়। আমরা হয়তো একটু প্যানিক করেছি। আইডিয়াল উইকেট ছিল না। তবে এমন নয় যে খেলা যাবে না। যদি উইকেট না পড়ত, তাহলে পরের দিকে আমাদের জন্য খেলাটা অনেক সহজ হয়ে যেত। একটি-দুটি উইকেট পড়ার পর আমরা জুটি গড়তে পারিনি।’

ফাইনাল খেলতে না পারলেও এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের জন্য কিছু ক্রিকেটার বেরিয়েছে বলে মনে করেন বাশার, ‘আমরা আমাদের প্রত্যাশামতো খেলতে পারিনি। বোলিংটা ভালো হয়েছে। ব্যাটিংটা ভালো হয়নি, ওপেনিং জুটি ছাড়া। কিন্তু পুরো টুর্নামেন্টে যদি দেখেন, ছেলেরা খারাপ খেলেনি। সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে যে কিছু পাইনি, তা নয়। হ্যাঁ, ফাইনালে যেতে চেয়েছিলাম, চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। সেটা হয়নি। সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু কিছু খেলোয়াড় দেখেছি, তাদের নিয়ে ভবিষ্যতে কাজ করা যাবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]