শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ কেন পিছিয়ে যাচ্ছে টাইগারদের বিশ্বকাপ ক্যাম্প?

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

পিছিয়ে যাচ্ছে টাইগারদের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। সেই সঙ্গে ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের সংখ্যাও কমানো হতে পারে। বিসিবি সূত্রে জানা, গেছে ২৮ ক্রিকেটার নয় মূলত ২০ ক্রিকেটারদের নিয়ে হবে আসন্ন মেগা দুই ইভেন্টের ক্যাম্প। ছুটি কাটিয়ে ৮ আগস্ট দলের সঙ্গে যুক্ত হবেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ঐ দিন থেকেই শুরু হবে মূল স্কিল ট্রেনিং। তার আগে চলবে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং।

টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ২৯ জুলাই। আবারো গুঞ্জন উঠে, দুই দিন পিছিয়ে ক্যাম্প শুরু হচ্ছে ৩১ জুলাই। নতুন খবর হলো, বিসিবি বলছে চলতি মাসে আনুষ্ঠানিক কোনো ক্যাম্প শুরু হচ্ছে না টাইগারদের।

তাই আগামী কয়েকদিন নিজেদের মতো অনুশীলন করবেন ক্রিকেটাররা। ৮ আগস্ট মিরপুরের হোম অব ক্রিকেটে স্কিল ট্রেনিং শুরু করবেন চান্ডিকা হাথুরুসিংহে। সেই দিনই দেশে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন লঙ্কান কোচ। ঢাকার বাইরেও খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প করার পরিকল্পনা আছে বিসিবির। তবে এখনও সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা এখনও কিছু সিদ্ধান্ত নিতে হবে। সবকিছু ফাইনাল হলে আমরা বলতে পারব আমরা কবে থেকে শুরু করছি আর কোথায় শুরু করছি ক্যাম্প।’

এশিয়া কাপের ক্যাম্পে ২৮ থেকে ৩০ জন নয়। ডাক পেতে পারেন ২০ জন খেলোয়াড়। ফলে মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা সৌম্য সরকারদের মতো ক্রিকেটারদের সামনে চ্যালেঞ্জটা আরও বাড়তে যাচ্ছে। সেই সাথে প্রাথমিক দলে ব্যাকআপ ওপেনারদের মধ্যে টিকে থাকার চ্যালেঞ্জটাও বাড়বে।

এশিয়া কাপের ক্যাম্পে খেলোয়াড়দের সংখ্যা কমিয়ে আনার মূল কারণ, একই সময়ে চলবে বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প। ক্যাম্পে ডাক পাওয়া প্রায় ২০ জন খেলোয়াড়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন হেড কোচ এবং নির্বাচকরা।

এশিয়া কাপের জন্য টাইগার শিবিরে বেশিরভাগ খেলোয়াড়ের নামই চূড়ান্ত। তবে বেশকিছু জায়গা নিয়ে আছে জটিলতাও। অবসর ভেঙে ফেরা নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান এখনও পূর্ণ ফিট নন। তার ফিটনেস নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি বিসিবি।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘শুধু তামিম নয়, আমরা যেকোনো খেলোয়াড়ের তথ্য যতটুকু শেয়ার করতে পারব ততটুকুই শেয়ার করবো। খেলোয়াড়দের সঙ্গেও আমাদের আলোচনার বিষয় আছে। সবকিছু যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তখন আমরা সবকিছু জানিয়ে দিব।’

এশিয়া কাপের ক্যাম্প ছোট হয়ে আসায় খেলোয়াড়দের মাঝে বাড়ছে চ্যালেঞ্জ। তাইতো মূল দল ঘোষণার আগেই কপাল পুড়তে পারে অনেকের।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]