বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জবি বাংলা বিভাগ শিক্ষার্থীদের উদ্যোগে ‘২য় আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৩’ অনুষ্ঠিত

রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি :   |   শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট

জবি বাংলা বিভাগ শিক্ষার্থীদের উদ্যোগে ‘২য় আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৩’ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ‘২য় আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে বিভাগে অধ্যয়নরত ১৩তম(মাস্টার্স), ১৪তম(৪র্থ বর্ষ),১৫তম(৩য় বর্ষ), ১৬তম(২য় বর্ষ) ও ১৭তম(১ম বর্ষ) ব্যাচের শিক্ষার্থীরা। টুর্নামেন্টের ফাইনালে ১৪তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় ১৩তম ব্যাচ। তাছাড়া টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন চ্যাম্পিয়ন চলের অধিনায়ক শাহাদাত হোসেন সোহাগ।

গত (১৮ আগস্ট, শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর. ও পোগোজ ল্যাবরেটরি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। সকাল ৯:০০ টা থেকে শুরু করে বিকেল ৫:০০ টা পর্যন্ত চলে খেলা। অর্থাৎ, একদিনেই শেষ করা হয় টুর্নামেন্টটি।

জবি বাংলা বিভাগের শিক্ষার্থীরা বরাবরই খেলাধুলাপ্রেমী।বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক প্রতিযোগিতায়ও অনেকটা সফল বাংলা বিভাগ। চ্যাম্পিয়ন্স হতে না পারলেও বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলার দৃষ্টান্ত রয়েছে এ বিভাগের। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা’য় রানার্সআপ এবং সম্প্রতি অনুষ্ঠিত ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা -২০২৩’ এ রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলা বিভাগ। শত প্রতিকূলতার মাঝেও বিশ্ববিদ্যালয়ের ৩৮ টি টিমের মধ্যে ফাইনাল পর্যন্ত খেলা বাংলা সাহিত্যের শিক্ষার্থীদের জন্য অনেক বড়ো একটি অর্জন। এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন আন্তঃবিভাগ প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য আন্তঃব্যাচ প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষার্থীরা। কেননা আন্তঃব্যাচ প্রতিযোগিতার মাধ্যমেই ভালো মানের খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হয়।

এবিষয়ে চ্যাম্পিয়ন্স দলের খেলোয়াড় মোস্তাফিজার রহমান মিলন জানান, ‘এরকম আয়োজন আমাদের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পেতে সাহায্য করে। আর প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে পারলেই বিশ্ববিদ্যালয় পর্যায়ের জন্য শক্তিশালী দল গঠন সম্ভব। তাছাড়া এরকম আয়োজন একদিকে আমাদের মাদকাসক্তি থেকে দূরে রাখে, অন্যদিকে আমাদের বিনোদন দিতে কিংবা খেলাধুলায় বিভাগের সফলতা ধরে রাখতে ভূমিকা রাখে।’

বিশ্ববিদ্যালয় জীবনে পড়ালেখা যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, খেলাধুলাও তেমনি গুরুত্বপূর্ণ একটি বিষয়। খেলাধুলা আমাদেরকে মাদক বা যে-কোনো ধরনের অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে, মনকে সতেজ রাখে, শরীর সুস্থ রাখে এবং এটি বিনোদনের অন্যতম একটি মাধ্যম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো সংকীর্ণ একটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ হয়না বললেই চলে। তাই ছোটো পরিসরে হলেও এমন টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন শিক্ষার্থীরা। প্রতি বছর এরকম আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী তারা৷

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]