শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে হারাতে হলে যা করতে হবে জানালেন শোয়েব

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

ভারতকে হারাতে হলে যা করতে হবে জানালেন শোয়েব

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই ভিন্নরকম উন্মাদনা। রাজনৈতিক বৈরিতার কারণে দু’দলের মুখোমুখি লড়াই বন্ধ দীর্ঘদিন। এজন্য আইসিসি ও এসিসির ইভেন্ট ব্যতীত চিরপ্রতিদ্বন্দ্বি এ দুই দলের বাইশ গজের লড়াই দেখা যায় না।

এশিয়া কাপ ও বিশ্বকাপে চারবার মুখোমুখি দেখা হতে পারে এ দু’দলের। অবশ্য বিশ্বকাপের আগেই এশিয়া কাপে লড়াই করবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।

হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে দুই দলের সাবেক তারকারাও নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে উত্তরসূরিদের পরামর্শ দিয়ে থাকেন। তেমনই পরামর্শ নিয়ে এবার হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

এ ম্যাচে কে কোথায় এগিয়ে এবং কীভাবে ম্যাচটি জেতা সম্ভব, নিজের ইউটিউব চ্যানেলে সে টোটকাও দিয়েছেন শোয়েব।

তিনি বলেন, ‘ভারত-পাকিস্তানের লড়াই সব সময় বিশাল কিছু। আপনারা জানেন, পাকিস্তানের শক্তি বোলিং। ভারতের তিন ব্যাটসম্যান যদি শুরুতেই আউট হয়ে যান, তাহলে তারা বিপদে পড়ে যায়। পাকিস্তান চেষ্টা করবে ভারতের দুর্বল জায়গায় আঘাত করার।’

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিষয়ে শোয়েব বলেন, ‘বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে অনেক বিতর্ক আছে। তবে আশা করি, নিজের দুর্বলতাগুলো সে ঠিক করে নেবে। আর বাবর ও তার দল বেশ পরিণত। তারা একসঙ্গে অনেক দিন ধরেই খেলছে। এখন তাই ওদের ওপর অত বেশি চাপ নেই।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]