শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল নেদারল্যান্ডস

বিশ্বকাপের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান দল। যেখানে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাবর আজমের দল। অন্যদিকে বাছাইপর্ব পেরিয়ে আসা ডাচরাও প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবে না।

শুক্রবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ওয়ানডেতে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি লড়াই করেছে দু’দল। যার সবকটিতেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এর মধ্যে বিশ্বকাপে খেলেছে দু’টি ম্যাচ। বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয়ে ১৯৯৬ বিশ্বকাপে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল। আর ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্কে দুই দেশ মুখোমুখি হয়েছিল দ্বিতীয়বার। সেবারও পাকিস্তান জিতেছিল ৯৭ রানে।

এদিকে নিজেদের সবশেষ পাঁচ ওয়ানডের তিনটিতে জয় এবং দুটিতে হেরেছে পাকিস্তান। অন্যদিকে তিন হারের বিপরীতে দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ডাচরা। সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তার বিবেচনায় নেদারল্যান্ডসের চেয়ে পাকিস্তান এগিয়ে থাকবে এ ম্যাচে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ-

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল/ সালমান আলী আগা, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ-

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, উয়েসলি বারোসি, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রায়ান ক্লেইন, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারওয়ে, শারিজ আহমেদ ও পল ফন মিকেরেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]