শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দুঃসংবাদ পেলেন তামিম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

দুঃসংবাদ পেলেন তামিম

দুঃসংবাদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারেননি। সুস্থ হয়ে ফিরে নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন। তবে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন এ বাঁ-হাতি ব্যাটার।

এবারের আরেকটি দুঃসংবাদ পেয়েছেন তামিম। আসন্ন আবুধাবি টি-১০ লিগে কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। ফলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দেখা যাবে না দেশসেরা এ ওপেনারকে।

এর আগে আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফটে নাম উঠেছিল তামিমের। তবে তা তামিমের জন্য খুব একটা স্বস্তির বার্তা বয়ে নিয়ে আসেনি। ড্রাফট থেকে দল পাননি তিনি। ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে তাকে নেয়ার জন্যে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি।

একই ক্যাটাগরিতে ছিলেন আরেক ওপেনার লিটন দাস। ড্রাফটে অফফর্মে থাকা লিটনও হয়েছেন উপেক্ষিত। অন্যদিকে, এবার দল পেয়েছেন টাইগারদের তিন সংস্করণের দলপতি সাকিব আল হাসান। একই দলে খেলবেন পেসার তাসকিন আহমেদ। বাংলা টাইগার্সের হয়ে এই টুর্নামেন্টের আসন্ন আসর মাতাবেন তারা।

সাকিব ও তাসকিন ছাড়াও টি-১০ লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার জিয়াউর রহমান। যদিও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের রাডারের বাইরে আছেন এই ক্রিকেটার। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিতই তাকে খেলতে দেখা যায়।

এবারের আবুধাবি টি-১০ ক্রিকেটে অংশ নেবে ৮টি দল। সেগুলো হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবুধাবি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]