শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মালানের ফিফটিতে এগোচ্ছে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

মালানের ফিফটিতে এগোচ্ছে ইংল্যান্ড

চলমান ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের বিপক্ষে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে ইংলিশরা। দারুণ ব্যাটিংয়ে ফিফটির দেখা পেয়েছেন মালান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৪ ওভারে বিনা উইকেটে ৮৯ রান।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।

শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুই ওপেনার। তবে বল বুঝে বাউন্ডারিও বের করেছেন বেয়ারস্টো ও মালান। তাই রানের চাপেও পড়েনি ইংলিশরা, ব্যাট করছে ভালো রান রেটে।

আপন গতিতে এগিয়ে ইনিংসের ১৪তম ওভারে ফিফটির দেখা পান মালান। সাকিবের করা ওভারটির তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে ৩৯ বলে মাইলফলকে পৌঁছান এ ব্যাটার। অন্যপাশে বেয়ারস্টোও আছেন একই পথে।

আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে একাদশে এসেছেন মাহেদি হাসান। অলরাউন্ডার হিসেবে তার কার্যকারীতা দারুণ। ফলে বেড়েছে টাইগারদের শক্তি।

ইংল্যান্ডও এক পরিবর্তন নিয়ে আজ খেলতে নেমেছে। তবে বাংলাদেশ স্পিনে শক্তি বাড়ালেও ইংলিশরা বাড়িয়েছে পেসার। যেখানে মঈন আলীর জায়গায় দলে ঢুকেছেন রিস টপলি। প্রস্তুতি ম্যাচে টাইগারদের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, রিস টপলি, মার্ক উড ও ক্রিস ওকস।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]