শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানের সেমিতে যাওয়ার যত সমীকরণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

আফগানিস্তানের সেমিতে যাওয়ার যত সমীকরণ

টানা দুই পরাজয়ে বিশ্বকাপ মিশনটা শুরু করেছিল আফগানিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার। তবে তৃতীয় ম্যাচেই চমক দেয় আফগানরা। এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দেয় রশিদ-শহিদিরা।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় আফগানিস্তান। যদিও চতুর্থ ম্যাচে আবার হার দেখে তারা। ওই ম্যাচটিতে হারের স্বাদ পায় নিউজিল্যান্ডের কাছে। তবে পঞ্চম ম্যাচে ফের চমক।

এবার আফগানিস্তানের শিকার প্রতিবেশি পাকিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে প্রথমবার হারানোর পর আত্মবিশ্বাস যেন বেড়েই যায় তাদের। ষষ্ঠ ম্যাচে গিয়ে হারায় ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে। ছয় ম্যাচ খেলে তিন জয় ও তিন পরাজয়ে আফগানদের পয়েন্ট সংখ্যা ৬। রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে।

দলটির হাতে রয়েছে এখনও তিন ম্যাচ। এই তিন ম্যাচে জয় পরাজয়ের ওপর নির্ভর করছে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ। আফগানদের সেমিফাইনালে খেলার পথটা কেমন হতে পারে সেটিই একনজরে দেখে নেয়া যাক।

আফগানিস্তান শেষ তিন ম্যাচ জিতলে

* তারা সে ক্ষেত্রে ১২ পয়েন্ট পাবে।
* নিউজিল্যান্ড যদি দুই ম্যাচ হারে কিংবা অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ড বা বাংলাদেশের বিপক্ষে হারে অথবা দক্ষিণ আফ্রিকা যদি ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারে, তবে দলগুলোর পয়েন্ট থাকবে ১২–এর নিচে। আর আফগানিস্তান তখন কোনো রান রেটের হিসাব ছাড়াই পয়েন্টে বাজিমাত করে শেষ চারে যাবে।

আফগানিস্তান তিন ম্যাচের দুটিতে জিতলে

* তখন তাদের পয়েন্ট হবে ১০।
* যদি তারা নেদারল্যান্ডসের বিপক্ষে হারে তবে ওপরের হিসাব মতোই সব হতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও হিসাব একই থাকবে তবে সে ক্ষেত্রে প্যাট কামিন্সের দলকে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হারতে হবে। আর আফগানিস্তান যদি দক্ষিণ আফ্রিকার কাছে হারে তবে তারা শুধু নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াকে স্পর্শ করতে পারবে। সব ক্ষেত্রে মূলত নেট রান রেটেই ভাগ্য নির্ধারণ হবে।
* এমন পরিস্থিতিতে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসেরও ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে।
* যদি নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া তিন ম্যাচের সব কটি হারে আর নেদারল্যান্ডস, পাকিস্তান ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচে হারে তবে আফগানিস্তান রান রেটের হিসাব ছাড়া সেমিফাইনালে যেতে পারবে।

আফগানিস্তান তিন ম্যাচের একটিতে জিতলে

* তখন আফগানিস্তানের পয়েন্ট ৮।
* অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড অথবা দুই দলই যদি নিজেদের তিন ম্যাচে হারে তবে তারাও আর ৮ পয়েন্টের বেশি পাবে না।
* অন্যদিকে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা নেদারল্যান্ডস যদি অন্তত একটি ম্যাচে হারে তবে তারাও ৮ পয়েন্টের বেশি পাবে না।
* ইংল্যান্ড বা বাংলাদেশ কিংবা দুই দলই নিজেদের তিন ম্যাচ জিততে পারবে না। যদি জেতেও সেটা বড় ব্যবধানে হতে পারবে না।
* এ সমীকরণ ধরে এগোলেও সবকিছু নির্ভর করবে নেট রান রেটের ওপরই।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]