শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বিশ্বকাপে নতুন ভূমিকায় থাকবেন তামিম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

আগামী বিশ্বকাপে নতুন ভূমিকায় থাকবেন তামিম

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের শেষ ম্যাচ খেলছে বাংলাদেশ দল। পারফরম্যান্সের বিবেচনায় এবারের বিশ্বকাপে চরম ব্যর্থ হয়েছে টাইগাররা। টুর্নামেন্টটিতে অংশ নিতে বিশ্বকাপের দেশে পা রাখার আগে জন্ম দিয়েছিল নানা বির্তেকর। যার মধ্যে অন্যতম তামিম ইকবালের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া।

বিশ্বকাপে স্কোয়াডে জায়গা না পেলেও অভিমান ভুলে দলের খারাপ সময় ক্রিকেটারদের সাপোর্ট করার কথা বলেছিলেন তামিম। নিজেও ভুলে গেছেন সেসব কথা। দেশসেরা এ ওপেনারের নজর এখন সামনের দিকে। আগামী বছর আরেকটি বিশ্বকাপ আসর আয়োজন করবে আইসিসি। ২০২৪ টি-২০ বিশ্বকাপে তামিমকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে।

শুক্রবার একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজের ইচ্ছার কথা জানান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সেখানে তিনি বলেন, ২০২৪ টি-২০ বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি তার। তবে সেটি শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি।

তামিম বলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-২০ বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।’

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন তামিম। সে কারণে ২০২৪ টি-২০ বিশ্বকাপে খেলোয়াড়ের ভূমিকা দেখা সম্ভব নয়। স্ট্রাইকরেট নিয়ে ধারাবাহিক সমালোচনার পর ২০২১ সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের আগে টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]