শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রেসিং রুমে কোহলিদের কান্না, দ্রাবিড় যা বললেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

রেসিং রুমে কোহলিদের কান্না, দ্রাবিড় যা বললেন

ঘরের মাঠে হেরে স্বভাবতই হতাশার সাগরে ডুবে গেছে ভারতের ক্রিকেটাররা। পুরো আসরে টানা ১০ জয়ে অপরাজিত থেকেই ফাইনালের টিকিট কেটেছিল ভারত। কিন্তু ফাইনালে গিয়ে টিম অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে ট্রফি হাতছাড়া হয়ে যায় তাদের। যার কারণে ড্রেসিং রুমে কোহলিদের কান্না ভেঙ্গে পড়েন কোহলিরা।

মাঠেই মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুলদের কাঁদতে দেখা যায়। রোহিত শর্মা, বিরাট কোহলিদের চোখে মুখে ছিল না পাওয়ার বেদনা। আর ড্রেসিং রুমে এর প্রতিফলন আরো প্রবলভাবে পড়েছে।

মানসিকভাবে নাকি ভেঙে পড়েছেন কোহলিরা। কোচ রাহুল দ্রাবিড় এসব বলতে গিয়ে জানালেন, ‘এটা মেনে নেওয়া বা দেখা খুবই কঠিন।
শিরোপা নিজেদের ঘরে রেখে দিতে প্রবল আত্মবিশ্বাসী ছিল ভারত। কিন্তু যে ম্যাচে জ্বলে ওঠা খুবই দরকার ছিল সেদিনই ব্যর্থ ভারতের ব্যাটাররা।’

এমন হারের পর ড্রেসিং রুমের পরিস্থিতি ও অধিনায়ক রোহিত শর্মার অবস্থা নিয়ে দ্রাবিড় বলেছেন, ‘অবশ্যই সে (রোহিত) হতাশ। তাঁর মতো বাকিরাও হতাশ। ড্রেসিংরুমে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল। এমন পরিস্থিতি একজন কোচ হিসেবে দেখা খুবই কঠিন। কেননা, আমি জানি এই শিরোপা জেতার জন্য ছেলেরা কতটা কঠোর পরিশ্রম করেছে।’

তিনি আরো বলেন ‘এসব দেখা কঠিন। কারণ এই ছেলেদের খুব কাছ থেকে আমি দেখেছি। তারা মাঠে নিজেদের নিংড়ে দিয়েছে।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]