শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলের টানা তিন হার, জয় নিয়েই মাঠ ছাড়লেন মেসিরা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ব্রাজিলের টানা তিন হার, জয় নিয়েই মাঠ ছাড়লেন মেসিরা

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন হারের সঙ্গী হলো ব্রাজিল। বুধবার (২২ নভেম্বর) ঘটনাবহুল এক ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিখ্যাত মারাকানা স্টেডিয়াম ছেড়েছে মেসির আর্জেন্টিনা। ব্রাজিলিয়ান ফুটবলার জোলিন্টন লাল কার্ড দেখায়, ম্যাচের শেষের ১০ মিনিট দশ জন ফুটবলার নিয়ে খেলতে হয় ব্রাজিলকে।

ম্যাচ শুরুর আগে দর্শকদের মাঝে মারামারি, পুরো ম্যাচে ব্রাজিলের ফুটবলারদের বাজে খেলা, আর ফাউলের এক ম্যাচের শেষ দিকে ব্রাজিলের ১০ জনে পরিণত হওয়া – কী দেখেনি ফুটবলপ্রেমীরা। যদিও উত্তেজনার এ ম্যাচে মাঠের খেলাটা তেমন জমে ওঠেনি।

প্রথম হাফে অগোছালো ফুটবল খেলেছে দুদলের ফুটবলাররা। তবে দ্বিতীয় হাফে ওতামেন্দির করা গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচের ৬৩ মিনিটে লো সেলসোর নেয়া কর্নার থেকে হেড করে গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন ঝাঁপ দিয়ে চেষ্টা করেছিলেন বলটা আটকাতে, তবে পারেননি।

গোল হজম করেই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। কিছুক্ষণ গোছালো ফুটবল খেলে আক্রমণে যান এন্ড্রিক-লুইজরা। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ম্যাচের ৮১ মিনিটে ডি পলকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফুটবলার জোলিন্টন।

শেষ দশ মিনিটে দশজন ফুটবলার নিয়ে আর তেমন আক্রমণ করতে পারেনি ব্রাজিল। আর ম্যাচ শেষ হওয়ার আগেই মারাকানা স্টেডিয়াম ছাড়তে শুরু করে স্বাগতিক দর্শকরা। শেষ পর্যন্ত ০-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারল ব্রাজিল। গত মাসে উরুগুয়ে আর এ মাসে কলম্বিয়ার কাছে হারের পর এবার সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার কাছে হারল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে, ম্যাচের আগেই উত্তাপ তৈরি হয় গ্যালারিতে। দুদলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়েন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর ধারাভাষ্যের বরাত দিয়ে জানিয়েছে, আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকরা দুয়ো দেয়ায় ঝামেলার শুরু হয়। পুলিশ এসে শেষ পর্যন্ত এ মারামারি থামায়।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এখন পর্যন্ত সব দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মেসির আর্জেন্টিনা। দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে। আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে ব্রাজিল।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]