শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরি আ’র সর্বকনিষ্ঠ ফুটবলার কামার্দা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ম্যাচের বয়স তখন ৮৩ মিনিট। এসি মিলানের ডাগআউট থেকে বেরিয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে পা রাখেন ১৫ বছর বয়সী কিশোর ফ্রান্সেসকো কামার্দা। আর তাতেই ইতালিয়ান ফুটবলের ইতিহাসে জায়গা করে নিলেন ২০০৮ সালে জন্ম নেয়া এ ফুটবলার।

ম্যাচের শেষ মুহূর্তের অভিষেকেই ইতিহাসের অংশ হয়েছেন কামার্দা। কারণ, সিরি আ‘র দীর্ঘ ইতিহাসে তার চেয়ে কম বয়সে ম্যাচ খেলার ঘটনা নেই একটিও। এসি মিলানের ফরোয়ার্ডের ইতিহাস গড়ার দিনে তার দলও পেয়েছে জয়ের দেখা।

ইনজুরিতে জেরবার এসি মিলানের জন্য একাদশ সাজানোই দায় হয়ে গেছে। তাই ইতালিয়ান ফুটবল ফেডারেশনের বিশেষ অনুমতি নিয়ে এক পনেরো বছরের কিশোরকে রেখেছিলেন ফিওরেন্টিনা ম্যাচের একাদশে।

মিলানে ২০০৮ সালের ১০ মার্চ জন্ম নেয়া কিশোর কামার্দা ৮৩ মিনিটে যখন মাঠে নামেন, তার দল এসি মিলান ১-০ গোলে এগিয়ে। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে মাঠ ছাড়ে রোসেনেরিরা। তাতে কাটল তাদের জয়খরাও। কামার্দার অভিষেকের রাতটাও হয় উজ্জ্বল।

এসি মিলানের যুবদলে খেলা কামার্দা ১৫ বছর ৮ মাস ২৩ দিন বয়সে সিরি আ’র ম্যাচে নেমে বনে গেছেন টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ইতালির শীর্ষ এই লিগে তার আগে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডের মালিক ছিলেন বলোগোনার উইসডম এমেই। ২০২১ সালের মে মাসে অভিষেকের দিন তার বয়স ছিল ১৫ বছর ৯ মাস ১ দিন।

কামার্দাকে ভাবা হচ্ছে ইতালির নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা হিসেবে। যুব পর্যায়ে চলতি মৌসুমে মিলানের হয়ে ১৩ ম্যাচে ৭ গোল করছেন এই ফরোয়ার্ড।

সান সিরোতে এদিন ফিওরেন্টিনাই আধিপত্য দেখিয়েছে। তবে এরই মাঝে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোসেনেরিদের এগিয়ে দেন থিও হার্নান্দেজ। এই লিড ধরে রেখেই শেষ পর্যন্ত জয় পায় মিলান।

এ জয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এসি মিলান। এক ও দুইয়ে থাকা ইন্টার মিলান ও জুভেন্টাস এক ম্যাচ কম খেলেই সংগ্রহ করেছে যথাক্রমে ৩১ ও ২৯ পয়েন্ট।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]