শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পিছিয়ে পড়ে কামব্যাক করা অভ্যাসে পরিনত হয়েছে’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ঘরের মাঠ কিংস অ্যারেনায় এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়াকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচটিতে সফরকারীদের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন সোহেল-মিগেলরা। এমন জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরো শক্ত করলো অস্কার ব্রুজোনের শিষ্যরা।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বলে জানান বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, ‘আজকের ম্যাচে জয়টা আমাদের প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি। যদিও পিছিয়ে পড়ে আমরা কিছুটা স্নায়ু চাপে ছিলাম। কারণ শেষ মুহূর্তে প্রায় ৮০ মিনিটে গিয়ে আমরা গোল পেয়েছি। তবে আমি খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাসি ছিলাম। তারা জয় ছিনিয়ে আনতে পারবে। তারা পেরেছে।’

তিনি আরো বলেন ‘যদিও এতটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে এটা আমাদের ভাবনায় ছিল না। দ্বিতীয়ার্ধে ছেলেরা ভালো খেলেছে তবে বেশ কিছু সহজ সুযোগ তারা মিস করেছে। ফলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নয়তো আরও সহজেই জয় পেতে পারতাম। তারপরও আল্লাহ তায়ালার কাছে আমি কৃতজ্ঞ যে আমাদেরকে জয় উপহার দিয়েছেন। ’

সাম্প্রতিক সময়ে কিংস অ্যারেনায় পিছিয়ে পড়ে কামব্যাক করাটা কিংসের অভ্যাসে পরিনত হয়েছে। তবে পিছিয়ে পরেও ম্যাচে ফেরার পেছনে দর্শকদের বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘শুধু বসুন্ধরা কিংস না। জাতীয় দলেরও সম্প্রতি গোল খেয়ে পিছিয়ে পড়ে কামব্যাক করা অভ্যাসে পরিনত হয়েছে। আমার মনে হয় হোম ক্রাউডের ফলে এটা হচ্ছে। দর্শকরা অকুণ্ঠ সমর্থন দিয়েছে ক্লাব এবং দেশের ফুটবলকে। তারা যদি এই সমর্থন অব্যাহত রাখেন তবে বাংলাদেশ এবং বসুন্ধরা কিংস আরও ভালো খেলা উপহার দিতে পারবে। ’

ম্যাচে প্রায় ত্রিশ গজ দূর থেকে চোখ ধাঁধানো এক গোল করেছেন মিগেল দামাসেনা। এই গোল এএফসির সেরা গোলের তালিকায় থাকবে বলে মনে করেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘অবশ্যই এটা দারুণ একটা গোল। আমার মনে এর আগের অন্য গোলগুলোর মত মিগেলের এই গোলও এএফসির সেরা গোলের তালিকায় থাকবে। মিগেলের উপর আস্থা ছিল ওর মত খেলোয়াড় যে কোনও ম্যাচে যে কোনও কিছু করতে পারে। ’

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]