শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্বস্তি নিয়ে চা বিরতিতে কিউইরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

অস্বস্তি নিয়ে চা বিরতিতে কিউইরা

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে স্বাগতিক বাংলাদেশ। বর্তমানে টাইগারদের দেওয়া লক্ষ্য তাড়া করছে কিউইরা। যেখানে তিন টপ অর্ডারকে হারিয়ে রীতিমতো ধুঁকছে সফরকারীরা। এমন অস্বস্তি নিয়েই চা বিরতিতে গেছে টিম সাউদির দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান।

এর আগে সিলেট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে বাংলাদেশ সংগ্রহ করে ৩৩৮ রান। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ ও নিউজিল্যান্ড ৩১৭ রান করেছে। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩২ রান।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন টম লাথাম ও ডেভন কনওয়ে। তবে দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন লাথাম। তার উইকেট নিজের ঝুলিতে ভরেছেন শরিফুল ইসলাম।

এরপর উইকেটে আসেন কেন উইলিয়ামসন। ভয়ংকর হয়ে ওঠার আগেই তাকে লেগ বিফরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। এতে উইলিয়ামসনের ইনিংস থামে ১১ রানে। এরপরই প্যাভিলিয়নের পথ ধরেন হেনরি নিকলস।

এখন ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কনওয়ে। মিচেলকে ৪ ও কনওয়ে ১৭ রানে ব্যাটিং করছেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৩৩০ রানের লিড নিতেই গুটিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন অ্যাজাজ প্যাটেল।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]