শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন মুমিনুল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন মুমিনুল

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় শান্তর নেতৃত্বও ছিল দারুণ। বোলারদের বদলে বেশ কয়েকবার সফলও হয়েছেন।

মাঠ ও ড্রেসিংরুমে আরো কাছ থেকে শান্তর এমন নেতৃত্ব দেখেছেন টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক। শান্ততে মুগ্ধ হয়ে সংবাদ সম্মেলনে তাকে নিয়ে খুলে দিলেন প্রশংসার দরজা।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘শান্ত গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। এটা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও খেলা খুব ভালো বোঝে। নিজের গেম সম্পর্কে খুব ভালো জানে। ক্লিয়ার মাইন্ড থাকে। হোক টেস্ট, হোক ওয়ানডে। প্রতিপক্ষের পরিকল্পনা খুব ভালো বোঝে। আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল। ওরা যে চাপ সৃষ্টি করেছে তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।’

শান্তর নেতৃত্ব নিয়ে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল বলেন, ‘আপনারা আরো ভালো বুঝবেন (শান্তর নেতৃত্ব)। আপুনারা বাইরে থেকে দেখেন। দল তো ভালোই খেলছে। ওই হিসেবে চিন্তা করলে আমার মনে হয় ভালো।’

সাকিব চোটে থাকায় সিলেট টেস্টের নেতৃত্ব এখন শান্তর কাছে। আগের অধিনায়ক ও শান্তর মধ্যে পার্থক্য জানতে চাইলে তুলনায় রাজি হননি মুমিনুল।

তিনি বলেন, ‘কারো সঙ্গে কারও তুলনা করা যাবে না। একেকজনের থিওরি একেকরকম। আমার মনে হয় নেতা হিসেবে ও ভালো। যেটা ভালো বোঝে সেটাই করে। ভেতরের জিনিসগুলো বোঝে। অনেক অধিনায়ক বোলারের কথা শোনে। ও ওর মতো করে।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]