শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মেয়েকে ধর্ষণ-হত্যার শোক না কাটতেই আরেক মেয়েকে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

এক মেয়েকে ধর্ষণ-হত্যার শোক না কাটতেই আরেক মেয়েকে ধর্ষণচেষ্টা

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে আদালতে নিলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেফতারকৃতরা হলেন- বাউরখাড়া গ্রামের মন্দার বাড়ির শাহরিয়ার আলম ও মোহাম্মদপুর গ্রামের চৌকিদার বাড়ির রবিন হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। ওসি জানান, বুধবার রাত ৮টার দিকে পঞ্চম শ্রেণিপড়ুয়া ওই শিশু প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যায়। এসময় অভিযুক্তরা তাকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে পালিয়ে যান অভিযুক্তরা। এ ঘটনায় শিশুটির বাবা রাতেই ওই দুইজনের নামে থানায় মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতারের পর বিকেলে তাদের আদালতে পাঠায় পুলিশ। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জানা গেছে, ২০২১ সালে ভুক্তভোগী শিশুটির বড় বোনকে একই ইউনিয়নের মো. বাহার হোসেন ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। এক মেয়েকে হারানোর পর আরেক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠল।

ভুক্তভোগীর বাবা বলেন, ২০২১ সালে আমার ১৪ বছরের মেয়েকে বাহার জোরপূর্বক ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। আমি থানায় মামলা করলে পুলিশ বাহারকে গ্রেফতার করে। সে এখন জেলে আছে।

তিনি আরো বলেন, আমার সেই ক্ষত না শুকাতেই আমার ছোট মেয়েকে ধর্ষণের চেষ্টা করে বখাটেরা। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি থানায় মামলা করতে বলেন। আমি এ ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করছি। ‘আমি মরে গেছি। ওরা আমাকে তারা বারবার মারার চেষ্টা করছে। এক মেয়েকে ধর্ষণ শেষে হত্যার ঘটনার ক্ষত এখনো শুকায়নি। আমি শেষ হয়ে গেছি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]