শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাব চত্বরে ৩ দিনব্যাপী পিঠা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

খুলনা প্রেসক্লাব চত্বরে ৩ দিনব্যাপী পিঠা মেলা শুরু

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী পিঠা মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

প্রধান অতিথি বলেন, আবহমান বাংলার চিরায়িত ঐতিহ্য পিঠা-পুলি। সময়ের ব্যবধানে আজ হারাতে বসেছে এই ঐতিহ্য। নতুন প্রজন্মকে পিঠা-পুলির স্বাদ দিতে প্রেসক্লাব এই আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু. সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক শেখ মো. সেলিম ও এ এইচ এম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য দেবব্রত রায়, দিলীপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য মো. আজিজুল ইসলাম, মো. আবুল বাশার, মো. হেলাল মোল্লা, সাংবাদিক শামিম আশরাফ শেলী, সাগর সরকার প্রমুখ।

ব্যস্ত নাগরিক জীবনে পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রতি বছরের মতো এবারো এই মেলা আয়োজন করা হয়েছে। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৩ জানুয়ারি শনিবার রাত ৯ টা পর্যন্ত প্রতিদিন এই মেলা চলবে। এবারের পিঠা মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ১৩টি স্টল অংশ নিয়েছে। মেলার স্টলগুলোতে চিতই, মালপোয়া, দুধ পুলি, ভাপা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, হৃদয় হরণ, ডিম সুন্দরী, বিবি খানা, চালতা পাতা, জামাই পিঠা, গোলাপসহ বাহারী নামের মজার মজার সব পিঠা পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]