বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ক্ষমতাধর নারী’ টেলর সুইফটের প্রশংসায় ডাকোটা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

‘ক্ষমতাধর নারী’ টেলর সুইফটের প্রশংসায় ডাকোটা

টেলর সুইফট বিশ্বখ্যাত পপতারকা। হলিউডের সেলিব্রিটিরাও তার ভক্ত। বিশ্বব্যাপী একটি ব্র্যান্ডে পরিণত হয়েছেন তিনি।

‘ফিফটি শেডস অফ গ্রে’খ্যাত তারকা ডাকোটা জনসনেরও প্রিয় ব্যক্তিত্ব টেলর সুইফট। সম্প্রতি সুইফটের প্রশংসায় ডাকোটা বলেন, ‘বর্তমানে আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর নারী টেলর।’

অভিনেত্রী ডাকোটা জনসন বেশ কয়েক বছর পর জনপ্রিয় ‘স্যাটারডে নাইট লাইভ’ শোয়ের সঞ্চালক হিসেবে ফিরেছেন। এতে ফিরেই তিনি দর্শকদের পাশাপাশি টেলর সুইফটের ভক্তদের মন জয় করেছেন।

২০১৫ সালে ‘এসএনএল’ সঞ্চালনা করেছিলেন ডাকোটা জনসন। এছাড়া এ শোয়ের ৪০তম সিজনে বিশেষ দর্শক হিসেবে হাজির ছিলেন তিনি। টেলর সুইফটও সেবার বিশেষ দর্শক হিসেবে হাজির হয়েছিলেন।

ডাকোটার সঞ্চালনার সময় নতুন পর্বে পর্দায় পুরোনো এপিসোডের সেই ছবিটি প্রদর্শন করা হয় যেখানে তাকে দেখা যায় দর্শকসারিতে। ছবিতে স্টিভেন স্পিলবার্গ এবং জর্জ লুকাসসহ বিখ্যাত ব্যক্তিত্বদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। টেলর সুইফটও তার সামনের সারিতে ছিলেন।

এ ছবিটি পর্দায় ভেসে ওঠার সঙ্গে সঙ্গে নিজের প্রিয় ব্যক্তিত্ব টেলর সুইফটের কথা উল্লেখ করে ডাকোটা বলেন, আমেরিকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে উঠেছেন এমন কারোর এত কাছে দাঁড়িয়ে থাকাটা দারুণ ব্যাপার।

তার এই মন্তব্যের পরপরই সেই ছবিতে ক্যামেরা জুম করা হয় টেলর সুইফটের দিকে। এজন্য কারো বুঝতে অসুবিধা হয়নি যে ডাকোটা জনসন আসলে কার কথা বলছেন। তাৎক্ষণিক দর্শকসারি থেকে উচ্চস্বরে সমর্থনও শোনা যায়।

ভিডিওটি ইন্টারনেট প্রকাশ হওয়ার পর ডাকোটার অনুরাগীরাও তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন। অনেকেই বলছেন, ‘এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারী টেলর।’ কারো কারো মতে, ‘সুইফট শুধু আমেরিকার নয়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী। ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন তিনি।’

ডাকোটা জনসন বর্তমানে জনপ্রিয় শো ‘এসএনএল’-এর সঞ্চালনায় ফিরেছেন। তার সঙ্গে জাস্টিন টিম্বারলেকও সঞ্চালনায় রয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]