বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীর সেজে গৃহবধূর সর্বস্ব লুট করে উধাও হলেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রায় পৌনে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা ও মোবাইল খুইয়েছেন এক গৃহবধূ। পীর পরিচয় দিয়ে ওই গৃহবধূকে কৌশলে ধর্মীয় কথাবার্তার আড়ালে এসব হাতিয়ে নেয় চারজনের একদল সংঘবদ্ধ প্রতারক।

সোমবার ফরিদপুর শহরের কি পাইলাম মোড়ের কাছে উত্তর কমলাপুরমুখি সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার (২৯ জানুয়ারি) কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানালেও সোমবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ভুক্তভোগী শহরের উত্তর কমলাপুরের বাসিন্দা কামরুন নাহার কনা (৪২)। ওই গৃহবধূর স্বামী মো. আজিজুর রহমান মিলন একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। এ ঘটনায় তাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে বলে সাংবাদিকদের জানান তারা।

তার সঙ্গে কথা বলে জানা যায়, সংঘবদ্ধ চক্রটি নাটকীয়ভাবে একজনকে বড় ধরনের পীর সাজিয়ে কথাবার্তার ফাঁকে তাকে সম্মোহন করে ফেলেন। তারপর তাদের কথামতো কনা নিজেই তার হাত ও গলায় থাকা দুই ভরি ওজনের দুটি চুরি ও ১২ আনা ওজনের একটি গলার চেইন খুলে তুলে দেন পীরের হাতে। যার বাজার মূল্য প্রায় পৌনে তিন লাখ টাকা। প্রতারকরা কনার ভ্যানিটি ব্যাগে থাকা দেড় হাজার টাকা ও একটি মোবাইলও নিয়ে নেয়।

সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাটি তদন্তে গিয়েছিলেন। পীর সেজে ওই গৃহবধূর মালামাল নিয়ে গেছে প্রতারকরা। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]