শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে এক হাজার নার্স নিয়োগ, বেতন দেড় লাখ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪ | প্রিন্ট

সৌদিতে এক হাজার নার্স নিয়োগ, বেতন দেড় লাখ

চলতি বছর শত শত বিদেশি নার্স নিয়োগ দেবে সৌদি আরব। মাসে ৫ হাজার ২৫০ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকার বেশি) গড়ে তারা বেতন পাবেন।

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকা থেকে এসব নার্স নেয়া হবে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শ্রীলংকাসহ অন্যান্য দেশ থেকে চিকিৎসা ও প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আর সেই পরিকল্পনার আওতায় শ্রীলংকা থেকে এক হাজার নার্স নেয়া হবে।

শ্রীলংকা শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা সঞ্জয় নাল্লাপেরুমা জানিয়েছেন, গত সপ্তাহে কলম্বোতে প্রথম দফার নার্স নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফা নার্স নিয়োগের কার্যক্রম শুরু হবে আগামী আগস্ট মাসে।

কলম্বো জানায়, প্রথম দফায় ৪০০ জন নার্স আবেদন করেন। এদের মধ্য থেকে ৯৫ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে এসব নার্সের নিয়োগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]