বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মানসিকতায় পরিবর্তন আনতে বড় রানের উইকেটে খেলতে চাই’

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | প্রিন্ট

‘মানসিকতায় পরিবর্তন আনতে বড় রানের উইকেটে খেলতে চাই’

ঘরের মাঠে সাধারণত অল্প রানের উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। যার কারণে দেশের বাইরে খেলতে গেলেই বোলার এবং ব্যাটারদের ভুগতে দেখা যায়। কোনো কোনো সময় তো বোলাররা লাইন-লেংথ হারিয়ে দিশেহারা হয়ে যান। এমনকি ব্যাটাররাও বড় স্কোরের সেই চাপ নিতে পারেন না। বলার অপেক্ষা রাখে না, বড় স্কোরের উইকেটে খেলার অন্যভস্ততা যে এই অবস্থার বড় কারণ টিম টাইগার্সের।

শনিবার শ্রীলংকার বিপক্ষে সিরিজ নির্ধারনী শেষ টি-২০ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এ সময় হাথুরুসিংহে বলেন, ‘অবাক হওয়ার কিছু নেই। কি করতে হবে সেটা আমরা জানি। আমরা এটা নিয়ে কাজ করছি। একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমরা বিভিন্ন ধরণের উইকেটে খেলছি। বিশেষ করে এই সিরিজে। এখানে (সিলেট) বাউন্স আছে, ক্যারি আছে। আমরা বড় রানের উইকেটে খেলতে চাই। কারণ আমরা নিজেদের বুঝতে চাই যে বোলিংয়ে কোথায় কোথায় আমাদের উন্নতি আনতে হবে।’

এটা ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তনের সঙ্গেও জড়িয়ে আছে বলে জানিয়েছেন এ শ্রীলংকান কোচ। তার কথায়, ‘এটা মানসিকতার পরিবর্তনও। আপনি যদি দেখেন, কোনো উইকেটে ১৫০ স্কোর ম্যাচ জয়ের জন্য যথেষ্ট, তাহলে আপনি নির্দিষ্ট কিছু জায়গায় বোলিং করবেন। কিন্তু এ ধরণের (ব্যাটিং বান্ধব) উইকেটে আপনি যখন বোলিং করতে যাবেন, ওভারে ৮ রান অনেক ভালো। গত ম্যাচে আপনারা দেখেছেন ১৬০ রান জয়ের জন্য যথেষ্ট হয়নি।’

তিনি আরো বলেন, ‘পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানোর পরও প্রথম ম্যাচে আমরা ২০০ রান প্রায় তাড়া করে ফেলেছিলাম। আমরা এসব ব্যাপারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমি খুবই খুশি।’

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]