বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূবাইলে জমির সীমানা নিয়ে ৮৫ বছরের চাচাকে বটি দিয়ে কোপ দিল ভাতিজা

গাজীপুর প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | প্রিন্ট

পূবাইলে জমির সীমানা নিয়ে ৮৫ বছরের চাচাকে বটি দিয়ে কোপ দিল ভাতিজা

গাজীপুর মহানগরীর পূবাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মোকছেদ আলী (৮৫) কে দাড়ালো বটি দিয়ে কুপিয়ে ও এলোপাথারি আঘাত করে রক্তাক্ত জখম করেছে ভাতিজা ও সহযোগীরা। রবিবার ১৮ মার্চ সকালে নগরীর ৪২ নং ওয়ার্ডের মারুকা এলাকায় জমির সীমানা নিয়ে বাদীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে ইলিয়াস সবুজ বাদী হয়ে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত আসামিরা হলেন,একই এলাকার শহীদুল্লাহর ছেলে আনারুল হক ও আফসার উদ্দিন এবং মৃত শামসুদ্দিনের ছেলে আমিন উদ্দিন সহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন। অভিযোগ সূত্রে বাদী জানান, আমাদের জমির সাথে প্রতিপক্ষের বসতবাড়ি।গতকাল সকালে আমার বাবা মোকসেদ আলী জমির সীমানার বিষয়ে ন্যায় সঙ্গত প্রতিবাদ করলে শহীদুল্লাহর ছেলে আনারুল হক আমার বাবার মাথায় ধারালো বটি দিয়ে স্বজোরে আঘাত করতে চাইলে সেই কোপ ডান হাতের কুনইতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তার ভাই আফসার উদ্দিন উদ্দিন বাশের লাঠি দিয়ে ও আমিন উদ্দিন কাঁঠালের রুল দিয়ে আমার বাবার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর যখম করে। আমার ছোট ভাই ইসমাইল এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে ঘাড়ের ডান পাশে মেরে গুরুতর যখম করে। বর্তমানে আমার বাবা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পিতা ও ছেলের চিকিৎসা রেজি নং ১৬৯৯/০৬ ও ১৭০৫/১২ স্থানীয় ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান এ বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি তবে ৮৫ বছরের একজন বৃদ্ধ কে এভাবে আঘাত করা কোন ভাবেই ঠিক হয়নি।পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ইতিমধ্যে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]