বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিবাচক ফলাফলের জন্য প্রস্তত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট

ইতিবাচক ফলাফলের জন্য প্রস্তত বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচটি জামাল ভূঁইয়াদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় রেখে ইতিবাচক ফলাফলের জন্য মাঠে নামবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

কুয়েতের জাবেদ আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিস্তিন। এই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক জামাল বলেন, ‘অবশ্যই আমাদের সেটপিস, ক্রসিং যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে। কারণ ওদের ৯৫ শতাংশ খেলোয়াড় ছয় ফুট উচ্চতার ওপরে। আমাদের নিজেদের পরিকল্পনায় অটল থাকতে কোচ আমাদের যেটা করতে বলবে, সেটা করাই আমাদের মূল দায়িত্ব। ’

এই ম্যাচের আগে সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ। এরপর কুয়েতেও দিন দুয়েক মানিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন জামালরা। সবকিছুই নিজেদের মতো করে হচ্ছে বলে জামালরা বেশ খুশি।

বাংলাদেশের অধিনায়ক আরো বলেন, ‘অনেক দিন আমরা একসঙ্গে ছিলাম। শেষ ১৬-১৭ দিন আমরা অনেক অনুশীলন করেছি। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। কালকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই খুব ইতিবাচক। আমরা একটা ভালো ফল চাই বলেই লম্বা অনুশীলন করেছি। আমরা জানি ফিলিস্তিন কতটা ভালো দল। তারা এশিয়ান কাপে অনেক ভালো খেলেছে। গ্রুপের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হচ্ছে।’

২০২৩ সাল হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য ছিল দারুন একটি বছর। সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ম্যাচের ফল ছিল অনুকূলে। এবার ২০২৪ সালে প্রথমবার বাংলাদেশ দল মাঠে নামতে যাচ্ছে, তাও আবার ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে।

আত্মবিশ্বাসী কণ্ঠে ক্যাবরেরা বলেন, ‘দলের সবাই দারুণ ইতিবাচক। সৌদিতে দুই সপ্তাহের বেশি সময় আগে অনুশীলন শুরু করেছিলাম। সেখানে ১১টির মতো সেশন করেছি এবং দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। কুয়েতে এসে অনুশীলন করেছি। আমি আত্মবিশ্বাসী এবং ছেলেরা একটা ইতিবাচক ফলাফলের জন্য লড়াইয়ের ব্যাপারে শতভাগ প্রস্তুত।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]