বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চারশো ছাড়ালো শ্রীলংকার লিড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট

চারশো ছাড়ালো শ্রীলংকার লিড

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। বড় লিডে চোখ রেখে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল লংকানরা। সেই ধারা বজায় রেখে তৃতীয় দিন শুরু করেছিল দলটি। লাঞ্চ বিরতির পর ধনঞ্জয়ার সেঞ্চুরি ও কামিন্দুর ফিফটিতে চারশো ছাড়ালো সফরকারীদের লিড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন খেলা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৭ উইকেটে ৩১৩ রান। প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা লংকানদের লিড ৪০৫ রান।

পাঁচ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দো। তিনি করেন ৪ রান। তার বিদায়ের পর অবশ্য প্রথম সেশনের বাকি সময় কোনো উইকেট হারায়নি লংকানরা।

সপ্তম উইকেটে ১৭৩ রান যোগ করে ধনঞ্জয় ডি সিলভা-কামিন্দু মেন্ডিস জুটি। সেই সঙ্গে সেঞ্চুরিও তুলে নিয়েছেন লঙ্কান দলপতি সিলভা।

যদিও শতকের ইনিংস লম্বা করতে পারেননি সিলভা। মিরাজের ঘূর্ণিতে ১০৮ রানে তিনি কাটা পড়েন। তার বিদায়ে ভেঙে যায় তাদের জুটি।

এখন প্রভাত জয়াসুরিয়াকে নিয়ে শ্রীলংকার ইনিংস এগিয়ে নিচ্ছেন কামিন্দু। এ দুই ব্যাটার যথাক্রমে ৮ ও ৯৪ রানে অপরাজিত আছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]