বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালো কিছুর আশায় তৃতীয় দিন নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট

ভালো কিছুর আশায় তৃতীয় দিন নামবে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় সিলেট টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ। এরইমধ্যে ২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে এগিয়ে শ্রীলংকা। হাতে আছে এখনো ৫ উইকেট। বাংলাদেশকে তিনশর বেশি লক্ষ্য চতুর্থ ইনিংসে ছুঁড়ে দিতে চায় শ্রীলংকা। জয়ের জন্য তিনশর বেশি রানকেই যথেষ্ট মনে করছে তারা।

এ অবস্থায় বাংলাদেশের লক্ষ্য জানতে চাওয়া হয়েছিল দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছে। দলের প্রতিনিধি হয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন হেম্প। সেখানে তিনি বলেছেন, ‘আমরা অবশ্যই ৫১ ওভারের বেশি ব্যাটিং করতে না পেরে হতাশ। ২১১ রানে তারা এগিয়ে আছে।’

এরপর হেম্প বলেন, ‘এটা সত্যিই বিরক্তিকর। কিন্তু আমাদের মেনে নিতে হচ্ছে। আমরা ওদের কয়েকটি উইকেট পেয়েছি। কিন্তু ভাগ্যকে পাশে পাইনি। নয়তো আরো কিছু উইকেট পেতে পারতাম। আমরা যদি আগামীকাল দ্রুত উইকেট পেতে পারি তাহলে ২৫০ রানে লক্ষ্য আটকে রাখার চেষ্টা করবো।’

শ্রীলংকার করা ২৮০ রানের জবাবে বাংলাদেশ ১৮৮ রানের বেশি করতে পারেনি। ৯২ রানের লিড পেয়েছে শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে নেমে ৫ উইকেটে ১১৯ রান তুলে দিন শেষ করেছে লংকানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন তাইজুল ইসলাম। আর কোনো ব্যাটসম্যান লড়াই করতে পারেননি।

গতকাল নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ১৪৭ মিনিট ক্রিজে কাটিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন। লেজের দিকের একজন ব্যাটসম্যান যেভাবে দলের হয়ে লড়াই করেছেন তাতে খুশি কোচ হেম্প। তিনি বলেন, ‘আমরা তার ব্যাটিং নিয়ে আজ আলোচনা করেছি।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটে যেকোনো দিনই এক থেকে এগার পর্যন্ত ব্যাটসম্যানদের অবদান রাখার সুযোগ থাকে। বিশেষ করে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে সেই সুযোগটি বেশি। আমরা সব সময়ই বলি লোয়ার অর্ডার থেকে যখন কোনো অবদান আসবে তা দলের কাজে আসবে। নিজেদের নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]