শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার একাদশে নেই মার্টিনেজ, অভিষেক নতুন গোলরক্ষকের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪ | প্রিন্ট

আর্জেন্টিনার একাদশে নেই মার্টিনেজ, অভিষেক নতুন গোলরক্ষকের

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই ম্যাচগুলোর ওপরেই ভরসা রাখতে হচ্ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। বিশ্বকাপ জেতা এই কোচ আগেই বলেছিলেন এই ম্যাচকে ঘিরে তিনি বেশকিছু পরিবর্তন আনতে চান। সেটাই দেখা গেল ঘোষিত একাদশে।

আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথমবারের মতো অভিষেক হচ্ছে গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজের। এই ম্যাচে বেঞ্চে থাকবেন বিশ্বকাপ মাতানো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৩১ বছর বয়সী এই গোলরক্ষক খেলেন নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোফেনে।

এদিকে কোস্টারিকার বিপক্ষে রক্ষণভাগে দুই পরিবর্তন আনছেন কোচ স্কালোনি। পরিবর্তন আছে মধ্যমাঠ ও আক্রমণ ভাগেও। আগের ম্যাচে খেলা ডি পল ও পারাদেসকে বসিয়ে একাদশে জায়গা করে দেয়া হয়েছে ম্যাক অ্যালিস্টার ও গারনাচোকে। আর প্রথমবারের মতো জাতীয় দলে শুরুর একাদশে জায়গা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো।

আর আক্রমণে লাউতারো মার্টিনেজের বদলে একদশে জায়গা পেয়েছেন ম্যানসিটির তারকা জুলিয়ান আলভারেজ। অধিনায়কের আর্মব্যান্ড যথারীতি থাকছে আনহেল ডি মারিয়ার হাতে।

খেলা দেখবেন যেভাবে

আর্জেন্টিনা-কোস্টারিকার লড়াই দেখা যাবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইয়াল্লা টিভিতে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে।

কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ

ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টালিয়াফিকো, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আনহেল ডি মারিয়া, জিভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো এবং হুলিয়ান আলভারেজ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১২ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]