মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুস্তাফিজ আজ খেলবেন কি না, জানালেন চেন্নাই কোচ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

মুস্তাফিজ আজ খেলবেন কি না, জানালেন চেন্নাই কোচ

লমান আপিএলের শুরুটা দুর্দান্ত হয়েছিল চেন্নাই সুপার কিংসের। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিল তারা। এরপর অবশ্য টানা দুই ম্যাচ হেরেছেও দলটি। এতে কিছুটা ব্যাকফুটে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নিজেদের সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বোলিংয়ের বড় দুই অস্ত্রকে পায়নি চেন্নাই। একদিকে বাংলাদেশি মুস্তাফিজুর রহমান ছিলেন না। অন্যদিকে চোটের কারণে একাদশের বাইরে ছিলেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানাও।

হায়দরাবাদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে মুস্তাফিজদের মিস করার কথা জানিয়েছিলেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। তবে আজ ঘরের মাঠে কলকাতার বিপক্ষে ম্যাচে পাথিরানাকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও একাদশে থাকার সম্ভাবনা রয়েছে দ্য ফিজের।

কলকাতার বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে চেন্নাইয়ের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স বলেন, ‘ফিজকে নিয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না। ওর ব্যাপারে আমরা নিশ্চিত নই। কারণ ও পাসপোর্টের জন্য বাংলাদেশ ফিরে গিয়েছিল। এবার দেখা যাক কী হয়। তবে আমরা টিম হিসেবে এই সব পরিস্থিতিগুলোর জন্য তৈরি থাকি।’

এদিকে মুস্তাফিজুরের পাশাপাশি পাথিরানাকেও পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। অল্প চোটের কারণে চেন্নাইয়ের গত ম্যাচে তিনি খেলেননি। চেন্নাইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। দলের ফিজিও তাকে ফিট ঘোষণা করলেই কেবল রাসেল-নারিনদের বিপক্ষে পাথিরানাকে আজকের ম্যাচে দেখা যেতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]